spot_img

― Advertisement ―

spot_img

রাজশাহীতে শিল্পে ও সাহিত্যে বাংলা নববর্ষ উদযাপন

মোঃ আব্দুল আলিম, রাজশাহী প্রতিনিধিঃ বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে রাজশাহীতে সাহিত্য ও শিল্পের এক প্রাণবন্ত মিলনমেলা বসেছিল বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের চত্বরে। রচনা ও চিত্রাঙ্কন...
প্রচ্ছদসারা বাংলাপ্রেসিডেন্ট'স স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করলেন রাজশাহীর নওশিন তাবাসসুম রিয়া

প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করলেন রাজশাহীর নওশিন তাবাসসুম রিয়া

মোঃ আব্দুল আলিম, রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী ওপেন স্কাউট গ্রুপের সদস্য নওশিন তাবাসসুম রিয়া স্কাউটিংয়ের সর্বোচ্চ সম্মাননা প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করেছেন। তিনি রাজশাহীর শাহমখদুম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

জেলা, উপজেলা ও জাতীয় পর্যায়ে লিখিত, মৌখিক, ব্যবহারিক এবং সাঁতার পরীক্ষায় কৃতিত্বের স্বীকৃতি হিসেবে গত ১৯ মার্চ তিনি এই অ্যাওয়ার্ড অর্জন করেন।

এই বিশাল অর্জন সম্পর্কে রিয়া বলেন, “প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করা প্রতিটি স্কাউটের স্বপ্ন। এটি আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। স্কাউট জীবনের শুরু থেকেই এই সম্মাননা পাওয়ার স্বপ্ন দেখতাম, অবশেষে তা বাস্তব হলো।”

তিনি আরও বলেন, “আমার এই যাত্রায় আমাকে যাঁরা অনুপ্রেরণা দিয়েছেন, তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ। বিশেষ করে আমার বোন নুসরাত জাহান রানী, সভাপতি নুরুল ইসলাম স্যার, মো. শিমুল হোসাইন এবং রাজশাহী ওপেন স্কাউট গ্রুপের সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই।”

আরও পড়ুনঃ রামগঞ্জে সাংবাদিকদের সম্মানে উপজেলা প্রশাসনের ইফতার মাহফিল

রাজশাহী ওপেন স্কাউট গ্রুপের সম্পাদক নুসরাত জাহান রানী (পিআরএস) বলেন, “আমাদের গার্ল-ইন স্কাউট রিয়া প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করেছে, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। তার নেতৃত্বে রাজশাহী ওপেন স্কাউট গ্রুপের সদস্যরা সুশৃঙ্খল, পরোপকারী, আত্মনির্ভরশীল এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠবে বলে আমি বিশ্বাস করি।”

নওশিন তাবাসসুম রিয়া ২০২১ সালের ৭ আগস্ট রাজশাহী ওপেন স্কাউট গ্রুপের সদস্য হয়ে স্কাউটিং শুরু করেন। এরপর বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়ে তিনি নিজের দক্ষতা প্রমাণ করেছেন।

প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের মাধ্যমে তিনি রাজশাহীর স্কাউটিং অঙ্গনে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন।