spot_img

― Advertisement ―

spot_img

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ছাত্রলীগ নেতা দুর্জয় কুড়িগ্রামে গ্রেফতার

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার সহ-সভাপতি মো. তাওহীদুল ইসলাম দুর্জয় (২৮) কে গ্রেফতার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ।...
প্রচ্ছদসারা বাংলাচাঁপাইনবাবগঞ্জ ডিবেটিং ক্লাবের মতবিনিময় ও সাধারণ সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ ডিবেটিং ক্লাবের মতবিনিময় ও সাধারণ সভা অনুষ্ঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ “যুক্তির শানিত ধারায় চৈতন্যের জাগরণ”—এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ ডিবেটিং ক্লাবের আয়োজনে মতবিনিময় ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ মার্চ) সকাল ৯টায় গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়, যেখানে নতুন সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়।

সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ ডিবেটিং ক্লাবের সভাপতি হাসান আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুস সামাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী এ্যাড. নূরে আলম সিদ্দিকী (আসাদ), গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম, নামোশংকবাটি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূর আলম, হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রায়হান আলী, বীর বিক্রম শহীদ মোহরআলি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইউসুফ আলী।

আরও পড়ুনঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফুলতলী ট্রাস্টের ইফতার মাহফিল অনুষ্ঠিত

এছাড়া, নবাবগঞ্জ সরকারি কলেজ, হরিমোহন উচ্চ বিদ্যালয়, ফুলকুড়ি ইসলামি একাডেমি এবং গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ের ডিবেটিং ক্লাবের সদস্য ও বিতার্কিকগণ সভায় অংশগ্রহণ করেন।

এই মতবিনিময় সভা ও সাধারণ সভাকে স্থানীয় শিক্ষার্থীদের যুক্তি ও চিন্তাশক্তির বিকাশের গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে মূল্যায়ন করা হয়েছে। বিতার্কিকরা তাদের যুক্তির ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি নতুন কমিটির নেতৃত্বে ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।