spot_img

― Advertisement ―

spot_img

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ছাত্রলীগ নেতা দুর্জয় কুড়িগ্রামে গ্রেফতার

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার সহ-সভাপতি মো. তাওহীদুল ইসলাম দুর্জয় (২৮) কে গ্রেফতার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ।...
প্রচ্ছদসারা বাংলাসখীপুরে মাহিন্দ্র ট্রাক্টরের ধাক্কায় মাটি ব্যবসায়ী নিহত

সখীপুরে মাহিন্দ্র ট্রাক্টরের ধাক্কায় মাটি ব্যবসায়ী নিহত

খাঁন আহম্মেদ হৃদয় পাশা, সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে মাহিন্দ্র ট্রাক্টরের ধাক্কায় মোজাম্মেল হক (৪৬) নামে এক মাটি ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (২২ মার্চ) উপজেলার ছোটচওনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের ব্যবসায়িক পার্টনার ফারুক জানান, বড়চওনা এলাকার হাজী বাড়ি পুকুরে মাটি কাটার সময় একটি মাহিন্দ্র ট্রাক্টর উল্টে যায়। এসময় পাশে দাঁড়িয়ে থাকা শিরিরচালা এলাকার হাসেন মৌলভীর ছেলে মোজাম্মেল হক ট্রাক্টরের ধাক্কায় গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মোজাম্মেল হক তিন সন্তানের জনক। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুনঃ রাজশাহীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ছাত্রদল নেতার কুরআন বিতরণ ও ইফতার মাহফিল

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, “আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”