spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদসারা বাংলাঈদে জমজমাট রাজশাহীর কসমেটিক বাজার

ঈদে জমজমাট রাজশাহীর কসমেটিক বাজার

মোঃ আব্দুল আলিম, রাজশাহী প্রতিনিধিঃ ঈদকে কেন্দ্র করে রাজশাহীর কসমেটিক বাজারে বেড়েছে কেনাবেচার চাপ। শহরের নিউ মার্কেট, সাহেববাজারসহ বিভিন্ন শপিং মল ও ছোট-বড় দোকানগুলোতে প্রসাধনী সামগ্রীর চাহিদা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। ঈদের বাজার করতে আসা ক্রেতারা বিশেষ করে তরুণীরা মেকআপ ও স্কিন কেয়ার পণ্যের প্রতি আগ্রহ দেখাচ্ছেন। ব্যবসায়ীরাও বলছেন, প্রতি বছরের মতো এবারও প্রসাধনী বাজারে ব্যস্ত সময় পার করছেন তারা।

রাজশাহীর নিউ মার্কেট ও সাহেববাজার এলাকায় সকাল থেকেই কসমেটিকসের দোকানগুলোতে ভিড় লক্ষ্য করা গেছে। বিকেলের দিকে এই ভিড় আরও বাড়ছে। ক্রেতারা লিপস্টিক, ফাউন্ডেশন, আইলাইনার, ব্লাশ, পারফিউম, নেইল পলিশসহ বিভিন্ন প্রসাধনী কিনছেন। অনেকেই স্কিন কেয়ার পণ্যও সংগ্রহ করছেন ঈদের দিন নিজেকে আরও আকর্ষণীয় দেখাতে।

সাহেববাজারের ব্যবসায়ী এনামুল হক জানান, “ঈদের সময় প্রসাধনী সামগ্রীর চাহিদা কয়েকগুণ বেড়ে যায়। বিশেষ করে মেয়েরা প্রচুর কেনাকাটা করেন। ব্র্যান্ডেড প্রসাধনী থেকে শুরু করে দেশীয় পণ্য—সবকিছুই ভালো বিক্রি হচ্ছে।”

আরেক ব্যবসায়ী জামিল বলেন, “অনেক ক্রেতা বিদেশি কসমেটিকসের দিকে বেশি ঝুঁকছেন। লরিয়াল, মেবেলিন, ম্যাক, হুদা বিউটি ব্র্যান্ডগুলোর চাহিদা বেশি। তবে দেশীয় ব্র্যান্ড যেমন জুঁই, কেয়া, Organikare-এর প্রসাধনীও ভালো বিক্রি হচ্ছে।”

মেকআপ সামগ্রীর মধ্যে সবচেয়ে বেশি চাহিদা লিপস্টিকের, বিশেষ করে লাল, গোলাপি ও ম্যাট শেডের। ফাউন্ডেশন, কমপ্যাক্ট পাউডার, আইলাইনার, মাসকারা ও ব্লাশের বিক্রিও বেড়েছে। রাজশাহী কলেজের শিক্ষার্থী সৈয়দা ফারিভা আখতার বলেন, “ঈদের সময় একটু সাজগোজ করতেই হয়। নতুন ব্র্যান্ডের প্রসাধনী বাজারে এসেছে, তবে দাম একটু বেশি মনে হচ্ছে। তবুও ঈদ তো বছরে একবারই আসে, তাই যা প্রয়োজন তা নিচ্ছি।”

শুধু নারীরাই নয়, পুরুষরাও এখন প্রসাধনী পণ্যের প্রতি আগ্রহী হয়ে উঠেছেন। ঈদে নিজেদের পরিপাটি রাখতে ফেসওয়াশ, সুগন্ধি, হেয়ার সিরাম, শেভিং ক্রিমসহ বিভিন্ন গ্রুমিং পণ্য কিনছেন অনেকে। সাহেববাজারের এক দোকানদার রাকিব বলেন, “আগে শুধু মেয়েরাই প্রসাধনী কিনতেন। কিন্তু এখন ছেলেরাও ঈদ উপলক্ষে পারফিউম, হেয়ার জেল ও ফেসওয়াশ কিনতে আসছেন।”

অনলাইন মার্কেটেও ঈদ উপলক্ষে কসমেটিকসের বিক্রি বেড়েছে। Daraz, Shajgoj, PriyoShop-এর মতো ই-কমার্স প্ল্যাটফর্মে বিশেষ ছাড় ও অফার থাকায় অনেকেই অনলাইনে অর্ডার দিচ্ছেন। এক অনলাইন ক্রেতা বলেন, “বাজারে প্রচণ্ড ভিড়, তাই আমি অনলাইনে অর্ডার করেছি। ঈদের আগে ডেলিভারি পেয়ে গেলেই হলো।”

আরও পড়ুনঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগের নাম পরিবর্তন

তবে ঈদের বাজারে নকল প্রসাধনীর বিস্তার নিয়ে উদ্বেগও রয়েছে। অনেক দোকানে আসল ব্র্যান্ডের নামে নকল পণ্য বিক্রি হচ্ছে, যা ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে। এক ব্যবসায়ী বলেন, “কিছু অসাধু ব্যবসায়ী কম দামে নকল পণ্য এনে বিক্রি করছেন। এতে ক্রেতারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই সবাইকে ভালোভাবে যাচাই করে কেনাকাটা করতে হবে।”

রাজশাহীর কসমেটিক বাজার এবার ঈদ উপলক্ষে ব্যাপক জমজমাট হয়ে উঠেছে। তরুণীদের পাশাপাশি তরুণরাও এখন প্রসাধনী পণ্যের প্রতি আগ্রহী। তবে নকল পণ্য প্রতিরোধে ক্রেতাদের আরও সচেতন হতে হবে। ব্যবসায়ীদের মতে, এভাবে প্রসাধনীর বাজার বাড়তে থাকলে রাজশাহী আগামী দিনে দেশের অন্যতম বৃহৎ কসমেটিক বাজারে পরিণত হতে পারে।