
মাহিম সিদ্দিকী, মাগুরা প্রতিনিধিঃ মাগুরায় রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ অডিটরিয়ামে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. ইউনুছ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আলী আশরাফের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান, যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব কিশোর, মাগুরা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শাহেদ হাসান টগর, বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার আমির অধ্যাপক এম বি বাকের, সেক্রেটারি অধ্যাপক সাঈদ আহমেদ বাচ্চু, নায়েবে আমির মাওলানা মাহবুবুর রহমান।
আরও ছিলেন, ইসলামী আন্দোলন মাগুরা জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মাওলানা মনিরুজ্জামান, সহ-সভাপতি মাওলানা নাজিরুল ইসলাম, গণঅধিকার পরিষদের মাগুরা জেলা সভাপতি মো. বরকত আলী, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, আমার বাংলাদেশ (এবি) পার্টির মাগুরা জেলা সভাপতি মো. ইমরান নাজির, বৈষম্য বিরোধী আন্দোলনের মাগুরা জেলা সদস্য সচিব মো. হোসাইন, ছাত্রদল নেতা শফিকুল ইসলামসহ আরও অনেকে।
আরও পড়ুনঃ চাকরি দেওয়ার নামে প্রতারণা, রুয়েট কর্মকর্তার বিরুদ্ধে মামলা
এছাড়াও মাগুরা রিপোর্টার্স ইউনিটির প্রধান উপদেষ্টা সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবদুর রশিদ, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সাবেক অধ্যক্ষ এম আর খান, মাগুরা হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা. সুশান্ত কুমার সাহা, সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাহফুজুর রহমান, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তার, প্রবীণ সাংবাদিক আবদুল্লাহ ওয়াজেদ, যুগান্তর পত্রিকার সিনিয়র সাংবাদিক আবু বাসার আকন্দ, প্রথম আলোর মাগুরা জেলা প্রতিনিধি কাজী আশিক রহমান, এস এ টিভি ও বাসসের মাগুরা জেলা প্রতিনিধি আবদুল আজিজ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মাগুরা জেলা প্রতিনিধি হেলাল আহমেদ, দৈনিক আমার সংবাদের মাগুরা জেলা প্রতিনিধি মিরাজ আহমেদ, বিজয় টিভির মাগুরা জেলা প্রতিনিধি ওবায়দুর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উক্ত ইফতার মাহফিলে সংক্ষিপ্ত আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ডিসি কোর্ট জামে মসজিদের ইমাম মাওলানা আমিরুল ইসলাম।