spot_img

― Advertisement ―

spot_img

উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলেন বেরোবি শিক্ষার্থীরা

বেরোবি প্রতিনিধি: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন করা শিক্ষার্থীরা অবশেষে উপাচার্যের আশ্বাসে অনশন ভেঙেছেন।বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রংপুরের বেগম...
প্রচ্ছদসারা বাংলাময়মনসিংহের নান্দাইলে ইটভাটায় জিম্মি ২০শ্রমিক উদ্ধার, আটক ২

ময়মনসিংহের নান্দাইলে ইটভাটায় জিম্মি ২০শ্রমিক উদ্ধার, আটক ২

আবুল কালাম আজাদ ,ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইলে একটি ইটভাটায় জিম্মি থাকা ২০ জন শ্রমিককে উদ্ধার করেছে যৌথ বাহিনী। বুধবার (২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের বারুইগ্রাম ডাংরি এলাকায় এসআরবি ব্রিকস ইটভাটায় অভিযান চালিয়ে শ্রমিকদের মুক্ত করা হয়। এ সময় দুজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আটককৃতরা হলেন উপজেলার গাংগাইল ইউনিয়নের অরণ্যপাশা গ্রামের বিল্লাল হোসেন (৪০) এবং মুশুল্লী ইউনিয়নের মুশুল্লী গ্রামের মো. জাকারিয়া (৫০)। উদ্ধার হওয়া শ্রমিকরা অভিযোগ করেন, এই দুজন তাঁদের ওপর নির্যাতন চালাতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ইটভাটাটির মালিক বারুইগ্রামের রুহুল আমিন। শ্রমিকদের সঙ্গে অন্যায় আচরণ করে জিম্মি রেখে কাজ করানো, মজুরি না দেওয়া এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। শ্রমিকেরা ন্যায্য পাওনা চাইলে তাঁদের মারধর করা হতো বলেও অভিযোগ পাওয়া গেছে।

কিশোরগঞ্জ থেকে আসা শ্রমিকদের একটি দল বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে যৌথ অভিযান চালানো হয়। সেনাবাহিনীর সার্জেন্ট মো. মনিরুজ্জামান, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন এবং সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করে। অভিযান শেষে ২০ শ্রমিককে উদ্ধার করে তাঁদের পরিবারের কাছে পাঠানো হয়।

আরও পড়ুনঃ স্মার্টফোনের ব্যবহার কমিয়ে গ্রামের খেলাধুলার ঐতিহ্য রক্ষায় তরুণদের উদ্যোগ

উদ্ধার হওয়া শ্রমিকদের সরদার মো. মেহেদী হাসান বলেন, “ইটভাটার মালিক ও তাঁর সহকারীরা আমাদের জিম্মি করে কাজ করাতেন। ঠিকমতো মজুরি দিতেন না, উল্টো আমাদের মারধর করা হতো। পরে আমরা সেনাবাহিনীকে জানালে তাঁরা এসে আমাদের উদ্ধার করেন।”

নান্দাইল মডেল থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “ইটভাটায় শ্রমিক সরবরাহ করেছিল একটি ঠিকাদারি গ্রুপ। কিন্তু তারা শ্রমিকদের পাওনা পরিশোধ করছিল না। এ অবস্থায় শ্রমিকদের আটকে রেখে কাজ করানো হচ্ছিল। খবর পেয়ে আমরা অভিযান চালিয়ে কিশোরগঞ্জের ২০ শ্রমিককে উদ্ধার করেছি।”

তিনি আরও জানান, আটক দুজনের বিরুদ্ধে মামলা দায়েরের পর বৃহস্পতিবার (৩ এপ্রিল) তাঁদের আদালতে সোপর্দ করা হবে।