ইব্রাহীম হোসেন, দেবহাটা প্রতিনিধিঃ সাতক্ষীরার দেবহাটা উপজেলার চাঁদপুর এলাকার মারকাজ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা কুতুবউদ্দিনকে লাঞ্ছিত করার ঘটনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ উলামা পরিষদের ৪নং নওয়াপাড়া ইউনিয়ন শাখার আয়োজনে বৃহস্পতিবার (৩ এপ্রিল ২০২৫) বিকেল সাড়ে চারটায় এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১ এপ্রিল ২০২৫) একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মনজুরুল রহমান টেক্কার সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে মসজিদের ইমামকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েন এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা ও উলামা পরিষদের নেতাকর্মীরা।
সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা ইব্রাহীম খলিল। এতে অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের দেবহাটা উপজেলা সভাপতি মাওলানা আনারুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন জামায়াতের শূরা সদস্য মোঃ রওশন আলী, ইউনিয়ন জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মাহাবুবুল আলম, নায়েবে আমির মাওলানা হাবিবুল্লাহ বাসার, দেবহাটা উপজেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা আমিরুল ইসলাম, মাওলানা রবিউল ইসলাম, মাওলানা হযরত আলী, মাওলানা সরোয়ার হুসাইন হাবিবীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আরও পড়ুনঃ নালিতাবাড়ীতে গণঅধিকার পরিষদের কমিটি গঠন, আহ্বায়ক সাঈদ ইমন, সদস্যসচিব শফিকুল
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে দেশে চলমান ফ্যাসিবাদী শাসনের সময়ও তারা নির্যাতিত হয়েছেন, কিন্তু আর চুপচাপ সহ্য করা হবে না। কোনো আলেম-উলামাকে যদি অন্যায়ভাবে লাঞ্ছিত করা হয়, তাহলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।
বক্তারা মসজিদ কমিটিকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে দোষীদের বিরুদ্ধে ন্যায্য বিচার দাবি করেন। তারা বলেন, যদি সুবিচার না হয় তবে কঠোর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন। পরে মসজিদ কমিটির আশ্বাসে প্রতিবাদ সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।