মোহাম্মদ ইসমাইল, চট্টগ্রাম প্রতিনিধিঃ “এই সরকার গরিবের সরকার, নিগৃহীত ও অস্বচ্ছল মানুষের কল্যাণেই কাজ করে চলেছে”—এমন মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ মহিউদ্দিন। শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে ঈদ-পরবর্তী সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
সচিব আরও জানান, আগামী অর্থবছরে সরকার সামাজিক সুরক্ষাখাতে বাজেট বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, “এই ঈদে প্রায় ১ কোটি ২২ লাখ সুবিধাভোগীর মাঝে ভাতা প্রদান করা হয়েছে, যা সরকারের গরিববান্ধব নীতির একটি বড় দৃষ্টান্ত।”
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্যসচিব জাহিদুল করিম কচি। সভার সঞ্চালনায় ছিলেন প্রেস ক্লাবের স্থায়ী সদস্য শাহনেওয়াজ রিটন।
সচিব মহিউদ্দিন আরও বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনারা যদি আমাদের কোনো ভুল দেখিয়ে দেন, আমরা সেটি সংশোধন করার সুযোগ পাই। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। সততা ও স্বচ্ছতার সাথে চললে সীমিত আয়ের মধ্যেও ভালোভাবে জীবনযাপন সম্ভব।”
তিনি চট্টগ্রামের প্রতি নিজের আলাদা ভালোবাসার কথা উল্লেখ করে বলেন, “চট্টগ্রামের সাংবাদিকরা অত্যন্ত যোগ্য ও দায়িত্বশীল। দেশের গুরুত্বপূর্ণ অনেক ক্ষেত্রে তাদের ভূমিকা অনস্বীকার্য। ভবিষ্যতে সমাজসেবা অধিদপ্তর সাংবাদিকদের কল্যাণেও কার্যকর ভূমিকা রাখবে।”
সচিব দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ঈদের সময় যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখায় সরকারের সফলতা তুলে ধরে বলেন, “সদিচ্ছা থাকলে দেশ ও মানুষের জন্য কাজ করা সম্ভব। অতীতকে পেছনে ফেলে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে, কারণ এই দেশ আমাদের সবার।”
সভাপতির বক্তব্যে প্রেস ক্লাবের সদস্যসচিব জাহিদুল করিম কচি বলেন, “চট্টগ্রাম জেলা প্রশাসক ও প্রেস ক্লাব আহ্বায়ক ফরিদা খানমের নেতৃত্বে ক্লাব সঠিক দিকেই এগিয়ে যাচ্ছে। সমাজকল্যাণ সচিবসহ সরকারের উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আমরা কৃতজ্ঞ এবং আশা করি, মন্ত্রণালয়ের মাধ্যমে প্রেস ক্লাবের উন্নয়নে প্রয়োজনীয় ভূমিকা রাখা হবে।”
আরও পড়ুনঃ রায়পুরায় বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, প্রতিবাদে সড়কে আগুন-যান চলাচলে বিঘ্ন
সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) নুরুল্লাহ নুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ, সমাজসেবা বিভাগের পরিচালক কাজী নাজিমুল ইসলাম, উপপরিচালক মো. ফরিদুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক এবং প্রেস ক্লাব অন্তর্বর্তী কমিটির সদস্যরা।
অনুষ্ঠানে চট্টগ্রামের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন। মতবিনিময় সভাটি ছিল সৌহার্দ্যপূর্ণ ও উদ্দীপনাময়।