spot_img

― Advertisement ―

spot_img

উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলেন বেরোবি শিক্ষার্থীরা

বেরোবি প্রতিনিধি: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন করা শিক্ষার্থীরা অবশেষে উপাচার্যের আশ্বাসে অনশন ভেঙেছেন।বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রংপুরের বেগম...
প্রচ্ছদসারা বাংলাসখীপুরে পুকুরে ডুবে ৪বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

সখীপুরে পুকুরে ডুবে ৪বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

খাঁন আহম্মেদ হৃদয় পাশা, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে মাদরাসার পুকুরে ডুবে আব্দুল্লাহ নামে চার বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার নলুয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসা পুকুরে এ ঘটনা ঘটে। নিহত শিশু আব্দুল্লাহ ওই মাদরাসার সহকারী শিক্ষক আছিয়া বেগম ও দেলোয়ার হোসেন দম্পতির সন্তান।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো এদিনও মা আছিয়া বেগমের সঙ্গে মাদরাসায় আসে আব্দুল্লাহ। ক্লাস নেয়ার সময় মা ব্যস্ত থাকায় এক ফাঁকে শিশু আব্দুল্লাহ মাদরাসার পেছনের দিকে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়। ক্লাস শেষে সন্তানকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে তার নিথর দেহ ভাসতে দেখা যায়।

আরও পড়ুনঃ তথ্য উপদেষ্টার পিতার উপর হামলার ঘটনায় স্বেচ্ছাসেবক ও যুবদলের দুই নেতা আটক

পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দ্রুত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। শিশুটির মরদেহ পরে উপজেলার কালমেঘা গ্রামে তার নানাবাড়িতে নিয়ে যাওয়া হয়।

নলুয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় মাদরাসা শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।