spot_img

― Advertisement ―

spot_img

নারী কেলেঙ্কারিতে চাকরি হারালেন বেরোবি সমন্বয়ক রহমত

বেরোবি প্রতিনিধিঃ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ক্যাম্পাসে আলোচিত কিক স্কলারশিপ প্রোগ্রামের কোর্স ইন্সট্রাক্টর এবং কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক রহমত আলী নারী শিক্ষার্থীদের সঙ্গে...
প্রচ্ছদসারা বাংলাসখীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১৪ লাখ টাকা

সখীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১৪ লাখ টাকা

খাঁন আহম্মেদ হৃদয় পাশা, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুর উপজেলার কচুয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

রবিবার (১৩ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সখীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কচুয়া বাজারে ‘মামা-ভাগ্নে ইলেকট্রনিকস’ দোকানের উপরে হঠাৎ ধোঁয়া দেখা গেলে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা আবুল ও হামেদ আলীর মনোহারী দোকানেও।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ‘মামা-ভাগ্নে ইলেকট্রনিকস’ এর মালিক এনামুল হক বলেন, “দুপুরে খাওয়ার জন্য দোকান বন্ধ করে বাড়ি যাই। পরে ফোনে জানতে পারি দোকানে আগুন লেগেছে। দৌড়ে এসে দেখি দোকানে আগুন জ্বলছে। আমার জীবনের সঞ্চয় দিয়ে দোকানটি গড়েছিলাম। সব কিছু শেষ হয়ে গেলো। প্রায় ১৪ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।”

কচুয়া বাজার বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আলীম জানান, তালাবদ্ধ দোকান থাকায় কোনো মালামাল বের করা সম্ভব হয়নি। তিনটি দোকানেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুনঃ নগরীর জলাবদ্ধতা নিরসনে সম্মিলিতভাবে কাজ করতে হবে: চসিক মেয়র ডা. শাহাদাত

সখীপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার হাসান নূর জানান, “আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এতে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রায় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা গেছে।”

অগ্নিকাণ্ডের এ ঘটনায় বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ এবং শোকের ছায়া নেমে এসেছে।