spot_img

― Advertisement ―

spot_img

বেরোবির ডাইনিংয়ের খাবারে বড় আকৃতির পোকা, শিক্ষার্থীদের ক্ষোভ

বেরোবি প্রতিনিধিঃ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহীদ মুখতার ইলাহী হলের ডাইনিংয়ের খাবারে বড় আকৃতির একটি পোকা পাওয়া গেছে।রবিবার (৩১ আগস্ট) দুপুরের খাবারে...
প্রচ্ছদসারা বাংলাময়মনসিংহ র‍্যাব-১৪ এর বিশেষ অভিযানে ১৬ কেজি গাঁজাসহ আটক ২

ময়মনসিংহ র‍্যাব-১৪ এর বিশেষ অভিযানে ১৬ কেজি গাঁজাসহ আটক ২

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহে র‍্যাব-১৪ এর সিপিএসসি কোম্পানির বিশেষ অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

রবিবার (১৩ এপ্রিল ২০২৫) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে ফুলবাড়িয়া উপজেলার ভালুকজান ব্রিজের উপর এ অভিযান পরিচালিত হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, আটককৃতরা হলেন নেত্রকোনা সদর উপজেলার বনুয়াপাড়া এলাকার গোলাম মোস্তাফার ছেলে আব্দুল্লাহ (৩৬) এবং ফুলবাড়িয়া উপজেলার ভালুকজান এলাকার সিরাজ বেপারীর ছেলে তারা মিয়া (৩২)। অভিযানে তাদের কাছ থেকে ১৬ কেজি গাঁজা এবং একটি সিএনজি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ লাখ ২০ হাজার টাকা।

আরও পড়ুনঃ ময়মনসিংহে শালিস বৈঠকের জেরে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা, আটক ৩

র‍্যাব আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়িয়ার ভালুকজান ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে মাদক পরিবহনকালে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে ফুলবাড়িয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‍্যাব-১৪ এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।