spot_img

― Advertisement ―

spot_img

মাদকবিরোধী সংবাদ প্রচারের জেরে সাংবাদিকের ওপর হামলা: চাঁপাইনবাবগঞ্জে প্রধান দুই আসামি গ্রেফতার

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সংবাদ প্রচারের জেরে এক সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জড়িত প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী...
প্রচ্ছদসারা বাংলাকুড়িগ্রামে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক আয়োজন

কুড়িগ্রামে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক আয়োজন

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধিঃ বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামের উলিপুরে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

মঙ্গলবার সকাল থেকেই উলিপুর উপজেলার মহারানী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। উপজেলা প্রশাসন, স্থানীয় রাজনীতিবিদ, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও কর্মচারীরা ঐতিহ্যবাহী বাঙালি সাজে সজ্জিত হয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

উৎসবের সূচনা হয় সকাল ৯টায় বর্ষবরণ শোভাযাত্রার মাধ্যমে। কলেজ চত্বর থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি উলিপুর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। ব্যানার, ফেস্টুন, মুখোশ, ঢাক-ঢোল আর সাংস্কৃতিক উপকরণে ভরপুর এই শোভাযাত্রায় বাংলার লোকজ ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য ফুটে ওঠে।

পরে উপজেলা প্রশাসন মিলনায়তনে শুরু হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে পরিবেশিত হয় গান, নৃত্য, কবিতা আবৃত্তি ও নাটিকা। অনুষ্ঠানে বাংলা সংস্কৃতির নানান দিক তুলে ধরার পাশাপাশি শিশু-কিশোরদের সৃজনশীলতা ও ঐতিহ্যবোধকেও উৎসাহিত করা হয়।

নববর্ষ উপলক্ষে ছিল নানা প্রতিযোগিতাও। ঐতিহ্যবাহী লাঠি খেলা দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে। পাশাপাশি ছাত্রীদের জন্য হাড়ি ভাঙা প্রতিযোগিতা ছিল অন্যতম আকর্ষণ, যা রোমাঞ্চ ও হাস্যরসের পরিবেশ তৈরি করে।

আরও পড়ুনঃ বনাঢ্য আয়োজনে চট্টগ্রাম প্রেস ক্লাবের বৈশাখী উৎসব সম্পন্ন

উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিল্লুর রহমান, জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী নিত্যানন্দ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ হায়দার আলী মিঞা সহ অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

দিনব্যাপী উৎসব শেষে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ। এ সময় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দও উপস্থিত ছিলেন। বর্ষবরণের এই আয়োজনে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ততা, সংস্কৃতির প্রতি ভালোবাসা ও ঐতিহ্যকে ধারণ করার মনোভাব ছিল চোখে পড়ার মতো।