spot_img

― Advertisement ―

spot_img

চসিকের অনুমতি ছাড়া রাস্তা কাটা যাবে না: মেয়র ডা. শাহাদাত হোসেন

মোহাম্মদ ইসমাইল, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) অনুমতি ছাড়া কোনোভাবেই রাস্তা কাটতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।...
প্রচ্ছদসারা বাংলাচন্দনাইশ সমিতি-চট্টগ্রামের উদ্যোগে চক্ষু শিবিরে প্রথম ধাপে ১১০ জনের ছানি অপারেশন সম্পন্ন

চন্দনাইশ সমিতি-চট্টগ্রামের উদ্যোগে চক্ষু শিবিরে প্রথম ধাপে ১১০ জনের ছানি অপারেশন সম্পন্ন

মোহাম্মদ ইসমাইল, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম জেলার পাঁচলাইশ এলাকায় অবস্থিত শেভরন আই হসপিটালে ‘চক্ষু শিবির ২০২৫’-এর প্রথম ধাপে ১১০ জন রোগীর সফল ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। চন্দনাইশ সমিতি-চট্টগ্রামের উদ্যোগে এবং জাহানারা মোনাফ ফাউন্ডেশন (JMG) ও শেভরন আই হসপিটালের যৌথ সহযোগিতায় মঙ্গলবার এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়।

উক্ত চক্ষু শিবিরে বাছাইকৃত ২২৫ জন রোগীর মধ্য থেকে প্রথম পর্যায়ে ১১০ জনের ছানি অপারেশন সম্পন্ন করা হয়। শিবিরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি চক্ষু চিকিৎসা ও অপারেশন কার্যক্রম ঘুরে দেখেন এবং আয়োজকদের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

চক্ষু শিবিরের আয়োজক চন্দনাইশ সমিতি-চট্টগ্রামের পক্ষ থেকে জানানো হয়, পর্যায়ক্রমে বাকি রোগীদেরও ছানি অপারেশন সম্পন্ন করা হবে। তাদের লক্ষ্য হলো—সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের চোখের আলো ফিরিয়ে দিয়ে একটি আলোকিত সমাজ গঠন করা।

আরও পড়ুনঃ রায়পুরে বিএনপির অভ্যন্তরীণ সংঘর্ষে আরও এক কর্মীর মৃত্যু, গ্রেপ্তার একজন

এই সফল চিকিৎসা কার্যক্রমে সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা ও আন্তরিকতা প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন স্থানীয়রা। তারা এ ধরনের মানবিক উদ্যোগ নিয়মিত আয়োজনের আহ্বান জানান।