spot_img

― Advertisement ―

spot_img

চাঁপাইনবাবগঞ্জে সনাতন ধর্মাবলম্বী ২৫ জনের জামায়াতে যোগদান

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে সনাতন ধর্মাবলম্বী ২৫ জন ব্যক্তি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা জামায়াত কার্যালয়ে...
প্রচ্ছদসারা বাংলাময়মনসিংহ গৌরীপুরে ১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ জামাই-শ্বশুর আটক

ময়মনসিংহ গৌরীপুরে ১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ জামাই-শ্বশুর আটক

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ জামাই ও শ্বশুরকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শনিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার বোকাইনগর ইউনিয়নের টাঙ্গাটিপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন—টাঙ্গাটিপাড়া গ্রামের রইছ উদ্দিন (৬০) ও তার জামাতা সজীব আহমেদ (৩০)। অভিযানে তাদের বসতঘর থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ১ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনা করেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ কার্যালয়ের পরিদর্শক কানিজ ফাতেমা। এসময় তার সঙ্গে অপর পরিদর্শক চন্দন গোপাল সুর উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ ইবি অর্থনীতি ক্লাবের সভাপতি ড. কাজী মোস্তফা, সম্পাদক খাইরুল ইসলাম

পরিদর্শক কানিজ ফাতেমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জামাই-শ্বশুরকে হাতেনাতে আটক করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। ধারণা করা হচ্ছে, তারা একটি বড় মাদক চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে গৌরীপুর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।