spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদসারা বাংলাফুলবাড়ীতে জুয়া খেলার সরঞ্জামসহ ৪ জুয়াড়ি গ্রেফতার

ফুলবাড়ীতে জুয়া খেলার সরঞ্জামসহ ৪ জুয়াড়ি গ্রেফতার

মোঃ বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় জুয়া বিরোধী বিশেষ অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ চারজন জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।

গত রবিবার (২০ এপ্রিল) গভীর রাতে ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের ধনিরাম গ্রামের গেটের বাজার তিনকোণা মোড়ে জুয়া খেলার সময় তাদের হাতে নাতে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—রুবেল ইসলাম (২৭), আমিনুল ইসলাম (৪০), বিপুল ইসলাম (৩০) ও সাইদুল হক (৪৫)। তারা সবাই পূর্ব ধনিরাম গ্রামের বাসিন্দা।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়ারত অবস্থায় চারজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১,২৪০ টাকা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং সোমবার সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশের এমন তৎপরতায় স্থানীয় জনগণ স্বস্তি প্রকাশ করেছেন এবং এলাকায় জুয়া প্রতিরোধে প্রশাসনের ধারাবাহিক অভিযানের দাবিও জানিয়েছেন।ফুলবাড়ীতে জুয়া খেলার সরঞ্জামসহ ৪ জুয়াড়ি গ্রেফতার
বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি | ২১ এপ্রিল ২০২৫

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় জুয়া বিরোধী বিশেষ অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ চারজন জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২০ এপ্রিল) গভীর রাতে ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের ধনিরাম গ্রামের গেটের বাজার তিনকোণা মোড়ে জুয়া খেলার সময় তাদের হাতে নাতে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—রুবেল ইসলাম (২৭), আমিনুল ইসলাম (৪০), বিপুল ইসলাম (৩০) ও সাইদুল হক (৪৫)। তারা সবাই পূর্ব ধনিরাম গ্রামের বাসিন্দা।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়ারত অবস্থায় চারজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১,২৪০ টাকা উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুনঃ “যাকে যৌন হয়রানি করছে, সেও মজা নিছে”—বিতর্কিত মন্তব্যে উত্তাল বেরোবি

তিনি আরও জানান, এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং সোমবার সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশের এমন তৎপরতায় স্থানীয় জনগণ স্বস্তি প্রকাশ করেছেন এবং এলাকায় জুয়া প্রতিরোধে প্রশাসনের ধারাবাহিক অভিযানের দাবিও জানিয়েছেন।