spot_img

― Advertisement ―

spot_img

সীতাকুণ্ড-সন্দ্বীপ রুটে ফেরি চালু রাখার দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

মোহাম্মদ ইসমাইল, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া থেকে সন্দ্বীপের গুপ্তছড়া রুটে চালু হওয়া ফেরি সার্ভিস বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১০টায় চট্টগ্রাম...
প্রচ্ছদসারা বাংলাসীতাকুণ্ড-সন্দ্বীপ রুটে ফেরি চালু রাখার দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড-সন্দ্বীপ রুটে ফেরি চালু রাখার দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

মোহাম্মদ ইসমাইল, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া থেকে সন্দ্বীপের গুপ্তছড়া রুটে চালু হওয়া ফেরি সার্ভিস বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১০টায় চট্টগ্রাম ও সন্দ্বীপে একযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করেন সন্দ্বীপবাসী। তারা ফেরি সার্ভিস স্থায়ীভাবে চালু রাখার দাবি জানিয়ে বলেন, ফেরি বন্ধের চেষ্টা করলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা জানান, গত ২৪ মার্চ ‘কপোতাক্ষ’ নামে একটি ফেরি চালুর মাধ্যমে সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের নিরাপদ যাতায়াতের স্বপ্ন পূরণ হতে শুরু করে। কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল নিজেদের লাভের জন্য ফেরি চলাচল বন্ধ করতে সক্রিয় হয়ে উঠেছে। বক্তারা বলেন, কোস্টাল ফেরি প্রকল্পের প্রতিশ্রুতি পূর্ণ না হওয়া পর্যন্ত কপোতাক্ষ ফেরি যেন রুটে বহাল রাখা হয় এবং অতিরিক্ত ফেরিও যুক্ত করার আহ্বান জানান।

বক্তারা অভিযোগ করেন, বিআইডব্লিউটিএ এবং বিআইডব্লিউটিসির ভেতরে লুকিয়ে থাকা একটি চক্র ছোট নৌযানের অনুমতি দিলেও ফেরি চলাচলে বাধা সৃষ্টি করছে। বছরের ৬-৭ মাস সাগর উত্তাল দেখিয়ে ফেরি বন্ধের ষড়যন্ত্র করা হচ্ছে, যা উপকূলবাসীর ন্যায্য অধিকার হরণ করার শামিল।

সিনিয়র সাংবাদিক সালেহ নোমানের সভাপতিত্বে ও সমাজকর্মী আমজাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসাইন, মোশারফ হোসেন দিদার, জাহাঙ্গীর হোসেন, শফিকুল ইসলাম, ফোরকান উদ্দীন রিজভী, আকবর ভূঁইয়া, অধ্যক্ষ মোক্তাদের আজাদ খান, সুজা-উদ-দৌলা সজিব, নুর নবী, নাসরিন আক্তার, মিলাদ মুন্না, এম আর কে তারেক, নুর নবী রবিন, মিলাদ হোসাইন, মাহবুবুর রহমান ও সাইফুল ইসলামসহ অনেকে।

মানববন্ধন শেষে প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে সালেহ নোমান বলেন, “বিআইডব্লিউটিএ এবং বিআইডব্লিউটিসির দায়িত্ব সরকার ঘোষিত উপকূলীয় ফেরি সার্ভিস চালু রাখা, কিন্তু তারা উল্টো বন্ধের ষড়যন্ত্র করছে। এ বিষয়ে প্রয়োজনে নৌবাহিনীর সহায়তা ও বিদেশি বিশেষজ্ঞের মতামত নেওয়ার প্রস্তাব দেন তিনি।”

আরও পড়ুনঃ রাসূল(সাঃ) কে নিয়ে কটুক্তি: ইবির কর্মকর্তার বহিষ্কারের দাবি শিক্ষার্থীদের

সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্সে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন যুবদলের আহ্বায়ক প্রভাষক নিঝুম খান। বক্তব্য রাখেন আলাউদ্দীন শিকদার, আলমগীর হোসাইন ঠাকুর, ডা. মোজাম্মেল হোসেন, ওমর ফয়সাল, মাওলানা মীর ইসমাঈল, আজমত আলী বাহাদুর, মাওলানা আবু তাহের, ইঞ্জিনিয়ার মনির তালুকদার, আবুল কাসেম মাস্টার প্রমুখ।

এই কর্মসূচিতে ‘আমরা সন্দ্বীপবাসী’, ‘সন্দ্বীপ নাগরিক সমাজ’, ‘সন্দ্বীপ ছাত্র ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’, ‘সন্দ্বীপ ল স্টুডেন্ট ফোরাম’, ‘ডিপ্লোমা ইঞ্জিনিয়ার স্টুডেন্ট ফোরাম’, ‘নাবিক সমবায় সমিতি’, ‘চট্টগ্রাম কলেজ স্টুডেন্ট এসোসিয়েশন’, ‘ইসলামিক ছাত্র আন্দোলন’, ‘সন্দ্বীপ ছাত্র ও যুব পরিষদ’, ‘আলোকিত সংঘ’, ‘সন্দ্বীপ অধিকার আন্দোলন’, ‘উড়িরচর সোশ্যাল অ্যান্ড কালচারাল এসোসিয়েশন’সহ বহু সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

সন্দ্বীপবাসীর একটাই দাবি—ফেরি সার্ভিস বন্ধ নয়, বরং আরও উন্নত ও নিরবচ্ছিন্ন সার্ভিস নিশ্চিত করা হোক।