spot_img

― Advertisement ―

spot_img

তদবিরে সাড়া না পেয়ে এসি ল্যান্ডকে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা সাবেক কাউন্সিলরের

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারজনকে কারাদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)...
প্রচ্ছদসারা বাংলাবীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ, (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম, দায়িত্বে অবহেলা ও দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৩ এপ্রিল) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দুদকের সমন্বিত কার্যালয় দিনাজপুর-এর একটি দল এই অভিযান চালায়।

অভিযান পরিচালনার সময় দুদক কর্মকর্তারা হাসপাতালের ল্যাব, এক্স-রে বিভাগ এবং হিসাব শাখায় ব্যাপক অনিয়মের প্রমাণ হাতে-নাতে সংগ্রহ করেন। অভিযোগ অনুযায়ী, ল্যাবে কর্মরত আল আমিন ও মহিবুল আরেফিন আগত রোগীদের কাছ থেকে পরীক্ষার নামে প্রতিদিন ১০ থেকে ১২ হাজার টাকা অবৈধভাবে আদায় করতেন—যা মাসে প্রায় সাড়ে ৩ লাখ টাকা পর্যন্ত গিয়ে ঠেকে। এ টাকা তারা বিনা রসিদে আদায় করে নিজেরাই আত্মসাৎ করতেন।

একইভাবে, এক্স-রে অপারেটর মনোরঞ্জন দেবশর্মা এবং সিনিয়র টেকনোলোজিস্ট শাহনেওয়াজ আকতার প্রতিদিন গড়ে ৯ থেকে ১০ হাজার টাকা আদায় করলেও, মাস শেষে সরকারের কোষাগারে জমা হয় মাত্র ১০ থেকে ১৫ হাজার টাকা। দীর্ঘদিন ধরে চলা এ অনিয়মের পেছনে মূল হোতা হিসেবে চিহ্নিত হন হিসাবরক্ষক আব্দুল মাওলা, যিনি প্রায় ১২ বছর ধরে ওই পদে কর্মরত।

দুদকের পরিচালক ইসমাইল হোসেন জানান, অভিযানের সময় কর্মচারীদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির প্রমাণ মিলেছে। এছাড়া, ২০২২-২০২৩ ও ২০২৩-২০২৪ অর্থবছরে নিম্নমানের যন্ত্রপাতি ক্রয়ের অভিযোগও রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। সরকারি রাজস্ব গোপন করে একটি সংঘবদ্ধ সিন্ডিকেটের মাধ্যমে টাকা আত্মসাৎ করায় দুদক সংশ্লিষ্টদের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার মধ্যে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে।

আরু পড়ুনঃ বরেন্দ্র গবেষণা জাদুঘরের প্রতিষ্ঠাতা সভাপতির ১৪৯তম জন্মবার্ষিকী উদযাপন

এছাড়া, রোগীদের নিম্নমানের ও অপ্রতুল খাবার সরবরাহের অভিযোগে ঠিকাদার সৈয়দ শরিফুল হোসেনের কার্যাদেশ বাতিলের সুপারিশ করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হবে বলে জানান অভিযানিক দলনেতা ও দুদকের সহকারী পরিচালক ইসমাইল হোসেন।

ঘটনার পরপরই সাংবাদিকদের ব্রিফ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা লুনা। তিনি বলেন, দুদকের এ অভিযান স্বাস্থ্য খাতে স্বচ্ছতা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ, এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।