spot_img

― Advertisement ―

spot_img

জাকসু নির্বাচন বর্জন, পুনঃনির্বাচনের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল। পাশাপাশি পুনরায় নির্বাচনের দাবিতে...
প্রচ্ছদসারা বাংলাসিভিএ-এর আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত

সিভিএ-এর আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক: বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২৫ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের (সিভিএ) উদ্যোগে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার খরিতলা বাররশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। আয়োজিত ক্যাম্পে প্রায় ৩০০ গরু ও ছাগলের চিকিৎসা সেবা দেওয়া হয়। পাশাপাশি কৃমিনাশক, এপিটাইজার ও রুচি বর্ধক জাতীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।

ক্যাম্পেইনের সার্বিক বিষয় নিয়ে চাঁপাইনবাবগঞ্জ ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, “প্রাণী স্বাস্থ্য সেবার মান সংরক্ষণ ও উন্নয়নে নিয়োজিত ভেটেরিনারিয়ানরা আজ বদ্ধপরিকর। আমরা প্রাণী স্বাস্থ্য সেবার মান উন্নয়নে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও আমাদের অ্যাসোসিয়েশন এ ধরনের আরও ক্যাম্পেইনের আয়োজন করবে।”

আরও পড়ুনঃ বার্সেলোনার ট্রেবল জয়ের পথে বড় বাধা রেয়াল মাদ্রিদ, প্রতিশোধের অপেক্ষায় লস ব্লাঙ্কোসরা

সেবা নিতে আসা সংশ্লিষ্ট এলাকার পোষাপ্রাণীর মালিকরা এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে নিয়মিতভাবে এ ধরনের ক্যাম্প আয়োজনের দাবি জানান।

ক্যাম্পেইন চলাকালে উপস্থিত ছিলেন সিভিএ সভাপতি ডা. মো. রাজিন বিন রেজাউল, সাধারণ সম্পাদক ডা. মীম ওবাইদুল্লাহ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা।