spot_img

― Advertisement ―

spot_img

রায়পুর বণিক সমিতির সভাপতি মুরাদ, সাধারণ সম্পাদক আলমগীর

রুবেল গাজী, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলার রায়পুর বাজার বণিক সমিতির বহুল প্রতীক্ষিত নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।শনিবার (৫ জুলাই ২০২৫) সকাল...
প্রচ্ছদসারা বাংলাসংবাদ প্রকাশের জেরে রাজশাহীতে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা, নিন্দার ঝড়

সংবাদ প্রকাশের জেরে রাজশাহীতে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা, নিন্দার ঝড়

নিজস্ব প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুর উপজেলায় সংবাদ প্রকাশের জেরে দৈনিক বাংলার দর্পণের সম্পাদক শাহবুদ্দিন ও রাজশাহী টাইমসের সম্পাদক ইসরাফিলের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

পূর্ব পরিকল্পিতভাবে শনিবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পাচুবাড়ি এলাকায় ২০-২৫ জন সন্ত্রাসী এ হামলা চালায়।

হামলার শিকার দুই সাংবাদিক শাহবুদ্দিন ও ইসরাফিল রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সদস্য। ঘটনার পরপরই বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম ও সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ সাংবাদিক মহলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলযোগে শাহবুদ্দিন ও ইসরাফিল কানপাড়া হয়ে তাহেরপুর যাচ্ছিলেন। পথিমধ্যে পাচুবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলা দেখতে দাঁড়ালে আগে থেকেই ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাদের ঘিরে ফেলে। “তোমরা আমাদের নামে সংবাদ প্রকাশ করেছ” অভিযোগ তুলে প্রথমে তাঁদের গালিগালাজ এবং পরে মারধর করে। একপর্যায়ে সন্ত্রাসীরা তাঁদের একটি নির্জন মাঠে নিয়ে গিয়ে হত্যার চেষ্টা চালায়। তবে স্থানীয়রা এগিয়ে এলে প্রাণে রক্ষা পান তাঁরা। পরে এলাকাবাসী হামলাকারীদের মধ্যে দুজনকে ধরে পুলিশের হাতে তুলে দেন।

বর্তমানে আহত দুই সাংবাদিক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলার সময় তাদের মোটরসাইকেল ও দুটি ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা।

সাংবাদিক শাহবুদ্দিন ও ইসরাফিল জানান, পাওনা টাকা আদায়ের একটি ঘটনায় সন্ত্রাসী হামলার মামলা হলে তারা তা নিয়ে সংবাদ প্রকাশ করেন। এরপর থেকেই সন্ত্রাসীরা ক্ষিপ্ত ছিল এবং আজ প্রকাশ্যে হামলা চালায়।

আরও পড়ুনঃ সিলেটে হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বাসাস), রাজশাহী বিভাগীয় প্রেসক্লাব, জাতীয় সাংবাদিক সংস্থা, রাজশাহী মডেল প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন ও গণমাধ্যমকর্মীরা। তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হুদা জানান, “ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে। এলাকাবাসীর সহায়তায় দুজন হামলাকারীকে আটক করা হয়েছে। আহত সাংবাদিকদের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”