গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে নাবালিকা অপহরণ ও ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি কুখ্যাত জসিম (২৬) অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে। ভিকটিম উদ্ধারের দুইদিন পর তাকে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা যায়, শিবরামপুর ইউনিয়নের বোট বাজার এলাকার মন্নাস আলীর ১৩ বছর বয়সী মাদ্রাসাপড়ুয়া কন্যাকে অপহরণ করে প্রতিবেশী দাদন ব্যবসায়ী মতিফুলের ছেলে ও দুই সন্তানের জনক জসিম। পরে তাকে পার্শ্ববর্তী মোহনপুর ইউনিয়নের মিরাটুঙ্গি গ্রামে জনৈক জামালের বাড়িতে আটকে রেখে ধর্ষণ করা হয়।
অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ২৫ এপ্রিল দিবাগত রাতে মোহনপুরের ইউপি সদস্য ফরজ আলীর সহায়তায় ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়। এ ঘটনায় ২৩(৪)২৫ নম্বর ধারায় অপহরণ ও ধর্ষণ মামলা রুজু করা হয়েছে।
আরও পড়ুনঃ চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ স্ত্রী আটক, স্বামী পলাতক
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর বাদশা রনি জানান, ভিকটিমের মেডিকেল পরীক্ষা শেষ হয়েছে এবং প্রধান অভিযুক্ত জসিমকে গ্রেফতার করা হয়েছে। তার গ্রেফতারের মাধ্যমে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যেকোনো অপরাধ দমনে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।