মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে ছুরিকাঘাতের ঘটনায় জুয়েল পাটোয়ারী (২৮) নামে এক ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৬ এপ্রিল) রাতে রামগঞ্জ পৌর শহরের এরশাদ হোসেন বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম (৩০) বর্তমানে নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত রবিউল ইসলাম রামগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের নন্দনপুর গ্রামের মৃত সিদ্দিক হোসেনের ছেলে। আটককৃত জুয়েল পাটোয়ারী একই গ্রামের আহসান উল্লাহ পাটোয়ারীর ছেলে।
এদিকে, রবিউলের স্বজনরা রবিবার সকালে রামগঞ্জ মুক্তিযোদ্ধা মঞ্চের সামনে মানববন্ধন ও শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন। তারা অভিযুক্ত জুয়েল পাটোয়ারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ৮টার দিকে রবিউল ইসলাম একটি বিকাশ দোকানে অবস্থান করছিলেন। এ সময় জুয়েল পাটোয়ারী সেখানে এসে মোটরসাইকেলে বহন না করার বিষয়ে প্রশ্ন করলে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে জুয়েল পাটোয়ারী রবিউল ইসলামকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও আঘাত করেন এবং দোকান থেকে কাঁচি নিয়ে হাতে ও বাহুতে একাধিকবার ছুরিকাঘাত করে মারাত্মক জখম করেন।
রবিউলের ছোট ভাই শামিম হোসেন জানান, ঘটনার সময় রবিউলের পকেটে থাকা অর্ধ লক্ষাধিক টাকা লুট করে নেয় জুয়েল পাটোয়ারী। তিনি আরও দাবি করেন, হামলায় জুয়েলের বাবা আহসান উল্লাহ পাটোয়ারীও অংশ নিয়েছেন।
আরও পড়ুনঃ ফুলবাড়ীতে কালবৈশাখী ঝড়ে বটগাছ উপড়ে পড়ে, ১০ দোকান লণ্ডভণ্ড
স্থানীয়দের মতে, আটককৃত জুয়েল পাটোয়ারী ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন এবং তার বিরুদ্ধে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ একাধিক অভিযোগ রয়েছে। তারা দ্রুত তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাশার বলেন, "আহতের ভাই শামিম হোসেনের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে অভিযুক্ত জুয়েল পাটোয়ারীকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়েছে। রবিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।"