spot_img

― Advertisement ―

spot_img

লাল কাপড়ে মোড়া প্রতিবাদ: শোক দিবস নয়, রক্তক্ষরণের প্রতিচ্ছবি

স্টাফ রিপোর্টার: গত বছরের ২৯ জুলাই, কোটা সংস্কার আন্দোলনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহতদের স্মরণে সরকার যখন রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করে, তখন আন্দোলনকারীরা...
প্রচ্ছদসারা বাংলাসেন্ট্রাল হাসপাতালসহ মোবাইল কোর্টের দুটি অভিযানে ২ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

সেন্ট্রাল হাসপাতালসহ মোবাইল কোর্টের দুটি অভিযানে ২ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক দুটি অভিযানে মোট ২ লাখ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তনিমা আফ্রাদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

এদিন কালীগঞ্জ পৌরসভার কালীগঞ্জ সেন্ট্রাল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারাসহ মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ এর ৮ ও ১৩ ধারা লঙ্ঘনের দায়ে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ইসলামিয়া ডেন্টাল ক্লিনিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারা লঙ্ঘনের কারণে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উল্লেখ্য, এর আগেও কালীগঞ্জ সেন্ট্রাল হাসপাতালে কাগজপত্রের ঘাটতির কারণে একাধিকবার জরিমানা এবং সিলগালার ঘটনা ঘটেছে।

আরও পড়ুনঃ সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে কাজ করছে প্রেস কাউন্সিল: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

জরিমানা আদায়ের পর সংশ্লিষ্ট অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে। অভিযানে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা, কালীগঞ্জ থানা পুলিশ এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”