মোহাম্মদ ইসমাইল, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে খাল খননের কার্যক্রম শুরু হয়েছে। এ লক্ষ্যে উত্তর কাট্টলী ওয়ার্ডের নাজির খাল ও কালীর ছড়া খাল খনন কার্যক্রমের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) কর্নেল জোন্স রোড রেললাইন সংলগ্ন পাড়ে এ কার্যক্রমের দায়িত্ব হস্তান্তর ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রফিক উদ্দিন চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইফতেখার উদ্দিন চৌধুরী এবং চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনজুর আলম মঞ্জু।
বক্তারা বলেন, নগরের জলাবদ্ধতা নিরসনে জনসম্পৃক্ত ও স্বেচ্ছাশ্রমভিত্তিক এ ধরনের উদ্যোগ সময়োপযোগী। তারা আরও বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণ ও স্থানীয় রাজনৈতিক সংগঠনের এমন কার্যকর অংশগ্রহণ নগরের সমস্যা সমাধানে ইতিবাচক ভূমিকা রাখবে।
আরও পড়ুনঃ ছাত্ররাই কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূর করবে: রাজশাহী কলেজ উপাধ্যক্ষ
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম, সিনিয়র সহসভাপতি কতুব উদ্দিন চৌধুরী, আকবর শাহ থানা বিএনপির সাবেক সহসভাপতি আইয়ুব খান, যুগ্ম সম্পাদক মহসিন তালুকদার, ফরিদ উদ্দিন চৌধুরী, সফিকুর রহমান শফি, মো. সেলিম, আলাউদ্দিন, নাজিম উদ্দিন, শওকত আলী, শহিদুল ইসলাম সমু, আজহারুল ইসলাম বাচ্চু, মো. আজম, আবদুল করিম, সিরাজুল ইসলাম এবং মহিলা দল নেত্রী জুলেখা বেগম জুলি, সেনোয়ারা বেগম, জোৎস্না বেগম, পারভীন আক্তার প্রমুখ।
খাল খনন কার্যক্রমে সংশ্লিষ্ট এলাকায় স্থানীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আশাবাদ ব্যক্ত করা হয় যে, এই প্রকল্প এলাকার জলাবদ্ধতা নিরসনে কার্যকর ভূমিকা রাখবে।