spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদসারা বাংলাআশুলিয়ায় সাবেক চেয়ারম্যানের নেতৃত্বে জমি দখল চেষ্টার অভিযোগ

আশুলিয়ায় সাবেক চেয়ারম্যানের নেতৃত্বে জমি দখল চেষ্টার অভিযোগ

মোঃ আসিফুজ্জামান আসিফ, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ সাভারের আশুলিয়ার গৌরীপুর এলাকায় ওয়ারিশী জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন মাদবরের বিরুদ্ধে। ভুক্তভোগী ব্যবসায়ী রাজু আহমেদ দাবি করেন, তার এক একর ৪৯ শতাংশ জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালানো হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) সকালে ওই এলাকায় হামলা চালিয়ে তার জমির সাইনবোর্ড ভেঙে দিয়ে নিজেদের নামে নতুন সাইনবোর্ড লাগিয়ে দেয় একদল লোক।

প্রত্যক্ষদর্শীরা জানান, কে.জি. মোর্শেদের নেতৃত্বে প্রায় ৭০-৮০ জনের একটি দল এ হামলা চালায়। হামলায় ইলিন মাদবর ও তাইজুল দেওয়ান নামেও কয়েকজন জড়িত ছিলেন বলে অভিযোগ করেন রাজু আহমেদ।

রাজু আহমেদ বলেন, “আমি সিএস খতিয়ান নং ১ অনুযায়ী গৌরীপুর মৌজার এই জমির বৈধ মালিক। ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারার আওতায় মামলা (নং ১৭৯/২০২৪) দাখিল রয়েছে এবং আমার কাছে জমির সকল বৈধ কাগজপত্র রয়েছে। তারপরও প্রভাবশালী মহল সন্ত্রাসী কায়দায় জমি দখলের চেষ্টা করছে।”

তিনি আরও বলেন, “এই জমির ওপর আমি ব্যবসায়িক পরিকল্পনা করেছিলাম। কিন্তু সম্প্রতি শাহাবুদ্দিন মাদবরের নেতৃত্বে তার ঘনিষ্ঠদের দ্বারা দখলের পাঁয়তারা চলছে। আমি এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ, সুষ্ঠু তদন্ত এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”

অভিযোগের বিষয়ে অভিযুক্ত আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন মাদবরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

আরও পড়ুনঃ ইবিতে দাওয়াহ বিভাগে বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ও র‌্যালি আয়োজন

এ ঘটনায় এলাকাজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। জমির মালিকানাকে ঘিরে এই বিরোধ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।