মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালীগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় মাদক ও অবৈধ মাটি কাটার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদ।
বুধবার (৩০ এপ্রিল) সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় তিনি সভাপতিত্ব করেন।
সভায় ইউএনও তনিমা আফ্রাদ বলেন, “কালীগঞ্জে মাদক এবং অবৈধ মাটি কাটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। মাদকবিরোধী কার্যক্রমকে আমরা সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই। এই আন্দোলনে সমাজের সব স্তরের মানুষকে সম্পৃক্ত করে একটি মাদকমুক্ত, সুখী ও সমৃদ্ধ দেশ গঠনে আমরা এগিয়ে যাব।”
তিনি আরও বলেন, “কালীগঞ্জের কোথাও কেউ অবৈধভাবে মাটি কাটলে তার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কোনো ধরনের রাজনৈতিক সুপারিশ কিংবা সাংবাদিকদের মাধ্যমে চাপ প্রয়োগ বরদাস্ত করা হবে না।”
সভায় আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন উর্মি, উপজেলা বিএনপির সভাপতি মোঃ হুমায়ুন কবির (মাস্টার), উপজেলা জামায়াত ইসলামের আমির মাহামুদল হাসান, ইমাম পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ রুহুল আমিন (গাজীপুরী), পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম প্রধানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।
আরও পড়ুনঃ কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সাবেক ছাত্রদল নেতা খুন
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক সমস্যা, অবৈধ কার্যক্রম ও তার প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ইউএনও তনিমা আফ্রাদ প্রশাসনের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করেন এবং কালীগঞ্জকে একটি আইন-শৃঙ্খলাসম্পন্ন ও সুশাসনের আদর্শ উপজেলায় রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন।