জায়েদ মাহমুদ রিজন, নালিতাবাড়ি প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে চলতি বোরো মৌসুমে সরকারিভাবে ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলা খাদ্যগুদামে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতিকুর রহমান, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকসানা বেগম, রাইস মিল মালিক সমিতির সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমানসহ খাদ্য বিভাগ ও স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিরা।
এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতিকুর রহমান জানান, নালিতাবাড়ীতে এবারের বোরো মৌসুমে সরাসরি স্থানীয় কৃষকদের কাছ থেকে ১ হাজার ৯১৬ মেট্রিক টন ধান এবং ৩ হাজার ৪৭২ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। সরকার নির্ধারিত মূল্যে প্রতি কেজি ধান ৩৬ টাকা এবং চাল ৪৯ টাকায় কেনা হবে।
আরও পড়ুনঃ কালীগঞ্জে মাদক ও অবৈধ মাটি কাটায় নিষেধাজ্ঞা, কঠোর অবস্থানে ইউএনও
এই সংগ্রহ কার্যক্রমের ফলে কৃষকরা তাদের উৎপাদিত ধান ও চালের ন্যায্য মূল্য পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন কর্মকর্তারা। এতে স্থানীয় কৃষকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তারা।