রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে নিজের পাতা ফাঁদে (বৈদ্যুতিক) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হাকিম (৫৯) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) সকালে পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের নারিকেলবাড়ি মাষ্টার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাকিম ওই এলাকার নুরুল হকের ছেলে ও নুরুজ্জামান মাস্টারের ভাতিজা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল হাকিম তার বাড়ির পাশের পাটক্ষেতে শিয়ালের উপদ্রবে অতিষ্ঠ হয়ে বৈদ্যুতিক ফাঁদ পাতেন। মঙ্গলবার রাতে ফাঁদটি স্থাপন করেন তিনি। তবে বুধবার সকালে ক্ষেত দেখতে গিয়ে তিনি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করেই ফাঁদের সংস্পর্শে আসেন এবং ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান।
স্থানীয়রা তাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই ফাঁদে দুটি মৃত শিয়ালও পাওয়া গেছে বলে জানায় এলাকাবাসী।
আরও পড়ুনঃ নালিতাবাড়ীতে বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহের অভিযান শুরু
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।