spot_img

― Advertisement ―

spot_img

লাল কাপড়ে মোড়া প্রতিবাদ: শোক দিবস নয়, রক্তক্ষরণের প্রতিচ্ছবি

স্টাফ রিপোর্টার: গত বছরের ২৯ জুলাই, কোটা সংস্কার আন্দোলনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহতদের স্মরণে সরকার যখন রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করে, তখন আন্দোলনকারীরা...
প্রচ্ছদসারা বাংলাচাঁপাইনবাবগঞ্জে মহান মে দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে মহান মে দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ “শ্রমিক – মালিক এক হয়ে গড়বো এদেশ নতুন করে”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন ও রাজশাহী কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসন ভবনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহা পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম। মহান মে দিবসের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন নবাব অটো রাইস মিলের চেয়ারম্যান মো. আকবর আলী।

শ্রমজীবী মানুষের অধিকার, সুরক্ষা ও ন্যায্য দাবির পক্ষে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সাইদুর রহমান এবং হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন সবুজ।

আরও পড়ুনঃ ইবিতে আন্তর্জাতিক শ্রমিক দিবসে নির্মাণ শ্রমিকদের নিয়ে তরমুজ উৎসব ও স্বাস্থ্য ক্যাম্পেইন

আলোচনা সভায় সরকারি-বেসরকারি দপ্তর, শ্রমজীবী সংগঠন ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা শ্রমিক ও মালিকের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন এবং শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।

সভা শেষে শ্রমজীবী মানুষের কল্যাণে সরকার গৃহীত নানা পদক্ষেপের প্রশংসা করা হয় এবং শ্রমিক-মালিকের সমন্বয়ে একটি উন্নত, শান্তিপূর্ণ ও শ্রমবান্ধব দেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয়।