রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাতিয়ারপাড়া এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে বিএনপির স্থানীয় নেতা ইমান হোসেনসহ ১৪ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে এ অভিযান পরিচালনা করে উলিপুর থানা পুলিশ।
আটক ইমান হোসেন দুর্গাপুর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন। বাকিদের মধ্যে রয়েছেন আশারাফুল, দীনবন্ধু, রফিকুল ইসলাম, রিয়াজুল, শফিকুল ইসলাম, মহব্বত আলী, নুরুজ্জামান, জাহাঙ্গীর আলম, শ্রী মন্টু, শ্রী জাম্বু দাস, মুকুল মিয়া, নুর ইসলাম ও এরশাদুল হক।
অভিযানের সময় পুলিশ ঘটনাস্থল থেকে জুয়া খেলার সরঞ্জাম, ছয়টি গুটি, একটি বোর্ড এবং নগদ ৪ হাজার ৬১০ টাকা জব্দ করে।
আরও পড়ুনঃ গত ১৫ বছরে সাংবাদিকদের ভূমিকা মূল্যায়নে জাতিসংঘের সহায়তা চাওয়া হবে: প্রেস সচিব
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।