
মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, “প্রাথমিক শিক্ষার ওপর অনেক ঝড়-ঝাপটা গেছে। কোভিড মহামারির সময় বিদ্যালয় বন্ধ থাকায় অনেক শিক্ষার্থী ঝরে পড়েছে। নতুন কারিকুলাম বাস্তবায়নে অভিভাবকদের মধ্যে গ্রহণযোগ্যতার ঘাটতি ছিল। ফলে সার্বিকভাবে প্রাথমিক শিক্ষার মান কিছুটা নিম্নগামী হয়েছে। তবে আমরা সেই মানোন্নয়নে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
শনিবার (৩ মে) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসন আয়োজিত আন্তঃপ্রাথমিক বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য দেন।
তিনি আরও বলেন, “আশা করছি মান উন্নয়ন হলে প্রাথমিকে শিক্ষার্থীর সংখ্যাও বাড়বে।”
প্রাথমিক শিক্ষায় বিতর্ক প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরে ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, “এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে শিশুরা দলগতভাবে কাজ করা শেখে, যুক্তিচর্চায় পারদর্শী হয়, সাহস ও কথা বলার দক্ষতা বাড়ে। তথ্য সংগ্রহ করতে গিয়ে তাদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহও বাড়ে। বিতর্ক শিক্ষার্থীদের মানসিক বিকাশে কার্যকর ভূমিকা রাখে। এ আয়োজন সারা দেশে ছড়িয়ে দিতে চাই।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজিব কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা।
আরও পড়ুনঃ খালেদা জিয়ার ফ্লাইটের আগে সরানো হলো দুই কেবিন ক্রু
জেলা প্রশাসনের সূত্রে জানা যায়, শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার প্রধান শিক্ষক ও প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়, যেখানে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে করণীয় বিষয় নিয়ে আলোচনা হয়। বিকেলে শহরের টাউন হল মিলনায়তনে সদর উপজেলার ২৮৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন হাজার গরিব, অসহায় ও মেধাবী শিক্ষার্থীর মাঝে শিখন সামগ্রী বিতরণ করা হয়।