
মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ পরিবেশ আইন লঙ্ঘন করে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের বিঘা গ্রামে ব্রিজের মুখ ইটভাটার মাটি দিয়ে ভরাট করায় পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। এতে করে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা স্থায়ী রূপ নিচ্ছে এবং আশপাশের আবাদি জমির ফসল পানিতে তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসীর অভিযোগ, কালু মাঝির ছেলে মোরশেদ আলম ‘মেসার্স মোরশেদ ম্যানুফ্যকচার’ নামে একটি ইটভাটা গড়ে তুলেছেন প্রধান সড়কের পাশেই ফসলি জমিতে। সেই ইটভাটার মাটি দিয়ে দীর্ঘদিন ধরে ওই এলাকার একটি গুরুত্বপূর্ণ ব্রিজের মুখ ভরাট করে রাখায় পানি নিষ্কাশনের পথ পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্যস্ততম সড়কের পাশে গড়ে ওঠা ব্রিকসটি পরিবেশ সংরক্ষণ আইনকে উপেক্ষা করেই পরিচালিত হচ্ছে। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, “জনস্বার্থের বিষয়গুলোকে তুচ্ছজ্ঞান করে এই ইটভাটাটি গড়ে তোলা হয়েছে, এবং তারা প্রকাশ্যে আইন ভঙ্গ করে ব্রিজের মুখ বন্ধ করে দিয়েছে। এটি শুধু ফসলের ক্ষতিই করছে না, বরং গ্রামীণ জনপদের চলাচল ও পরিবেশ ব্যবস্থাকে হুমকির মুখে ফেলছে।”
আরও পড়ুনঃ চাঁপাইনবাবগঞ্জে আন্তঃনগর ট্রেন চালুসহ ৮ দফা দাবিতে মানববন্ধন, স্মারকলিপি প্রদান
তারা আরও বলেন, “আইন অনুযায়ী কেউ জলাধার বা পানি নিষ্কাশনের রাস্তা বন্ধ করতে পারে না। অথচ এই ইটভাটা মালিক তা অগ্রাহ্য করেই এমন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।” এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে এলাকাবাসী দ্রুত ব্রিজের মুখ থেকে মাটি অপসারণের দাবি জানিয়েছেন।
স্থানীয় প্রশাসনের কেউ বিষয়টি সম্পর্কে ব্যবস্থা নিচ্ছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এলাকাবাসী জানান, লিখিতভাবে অভিযোগ জানানো হচ্ছে যাতে দ্রুত সমস্যার সমাধান হয়।