spot_img

― Advertisement ―

spot_img

আগামী ত্রয়োদশ নির্বাচনে ধানের শীষের টিকিটে লড়তে প্রস্তুত রাজশাহীর রমেশ দত্ত ও বিশ্বনাথ সরকার

পাভেল ইসলাম মিমুল, নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীতে বিএনপির ধানের শীষের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও সনাতনী...
প্রচ্ছদসারা বাংলাকালীগঞ্জে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১১ লাখ টাকার চেক ও ৫ লাখ টাকার...

কালীগঞ্জে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১১ লাখ টাকার চেক ও ৫ লাখ টাকার সঞ্চয়পত্র বিতরণ

মো: মুক্তাদির হোসেন, বিশেষ প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ১১ জন শিক্ষার্থীর প্রত্যেকে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে এক লাখ টাকা করে মোট ১১ লাখ টাকার চেক পেয়েছেন। একই অনুষ্ঠানে শহীদ জোয়েলের পরিবারকে ৫ লাখ টাকার সঞ্চয়পত্রও হস্তান্তর করা হয়।

বুধবার (৭ মে) উপজেলার পরিষদ মিলনায়তনে এক অনাড়ম্বর আয়োজনে আনুষ্ঠানিকভাবে এই চেক ও সঞ্চয়পত্র বিতরণ করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ ও কাপাসিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আসাদুজ্জামান। আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন, কালীগঞ্জ থানা প্রেসক্লাবের সভাপতি জাকারিয়া আল মামুন, সাধারণ সম্পাদক মুহাম্মদ নোমান এবং কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. শাহ নেওয়াজসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ।

আহতদের মধ্যে যারা চেক গ্রহণ করেছেন তারা হলেন—বালিগাঁও গ্রামের নিজাম উদ্দিন মোড়লের ছেলে মিনহাজুল ইসলাম, চরপুটনি গ্রামের ছিদ্দিকের ছেলে হারুন মিয়া, মো. ইসমাইল মোড়লের ছেলে মাহামুদুল হাসান, মাজম মোহাম্মদের ছেলে মাহমুদুল হাসান রাহাত, কাপাইস গ্রামের মো. রজব আলী মাঝির ছেলে মো. কবির হোসেন, উত্তরগাঁও বেপারীবাড়ী গ্রামের মো. কিছমত আলীর ছেলে মো. ইসমাইল, উত্তরগাঁও গ্রামের তারা মিয়ার ছেলে জাহিদ হাসান, মোক্তারপুর গ্রামের মোহাম্মদ ছাইদুর রহমানের ছেলে আব্দুর রহমান, পৈকরা গ্রামের তৈমুছ আলীর ছেলে তাওহীদ, বক্তারপুর গ্রামের নাছির উদ্দিনের ছেলে আনিসুর রহমান, উত্তর খৈকড়া গ্রামের মো. মাইন উদ্দিনের ছেলে মো. মারুফ মিয়া, কলাপাটুয়া গ্রামের মো. আবুল কালামের ছেলে মো. শফিকুল ইসলাম সাহেদ এবং ছৈলাদী গ্রামের কোব্বাত হোসেন খানের ছেলে আবু হোসেন খান।

আরও পড়ুনঃ কুবিতে আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা শুরু

এছাড়া, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শহীদ জোয়েলের পিতা-মাতার হাতে তুলে দেওয়া হয় ৫ লাখ টাকার সঞ্চয়পত্র।

আয়োজনে বক্তারা বলেন, এই সহায়তা শুধু আর্থিক অনুদান নয়, বরং এটি একটি স্মরণ ও সম্মান—তাদের প্রতি যাঁরা অন্যায়ের প্রতিবাদে আহত হয়েছেন কিংবা শহীদ হয়েছেন। উপস্থিত সকলেই আহতদের দ্রুত সুস্থতা এবং শহীদ জোয়েলের আত্মার শান্তি কামনা করেন।