
খাঁন আহম্মেদ হৃদয় পাশা, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের গড়বাড়ি বারমন্ডুলিয়া এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় দুইজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিস্ফোরণের পরপরই এলাকাবাসী পুলিশের সহায়তা চাইলে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরিত ককটেলের আলামত সংগ্রহ করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, একইদিন সন্ধ্যায় মোশাররফ হোসেনের সঙ্গে ইফতেখার আহমেদ সনেটের গাড়ি সাইড দেওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটে। এরই জের ধরে রাতের দিকে তৈলধারা এলাকায় সালামের বাড়ির কাছে ইফতেখার আহমেদ সনেটের বাবা ও চাচা মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে তাদের গতিরোধ করে প্রতিপক্ষ আসাদুজ্জামানের অনুসারীরা। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ায় হামলাকারীরা।
বিস্ফোরণে গুরুতর আহত হন স্থানীয় সাবেক মেম্বার আবু সাঈদের মিয়ার দুই ছেলে — মঞ্জুর মুর্শেদ ও মাসুম পারভেজ মায়া। তাদের দ্রুত উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান দুলাল হোসেন ককটেল বিস্ফোরণের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ধরনের নাশকতামূলক ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুনঃ ববি উপাচার্যের পদত্যাগ দাবিতে ছাত্র বিক্ষোভ, শিক্ষকদের একাংশের সংহতি ঘোষণা
সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, “ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ইমন নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।”
এ ঘটনায় সাধারণ মানুষ চরম উদ্বেগ ও ভয়ের মধ্যে দিন কাটাচ্ছে বলে জানা গেছে। এলাকাবাসী অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।