spot_img

― Advertisement ―

spot_img

জাকসু নির্বাচন বর্জন, পুনঃনির্বাচনের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল। পাশাপাশি পুনরায় নির্বাচনের দাবিতে...
প্রচ্ছদসারা বাংলাভালুকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, চালকের মৃত্যু

ভালুকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, চালকের মৃত্যু

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে জাহিদ হাসান (৪০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১০ মে) সন্ধ্যায় উপজেলার তামাট-বাটাজোর সড়কের তামাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জাহিদ হাসান তামাট গ্রামের আব্দুল কাদেরের ছেলে। তিনি মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে তামাট বাজারের দিকে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি তালগাছের সঙ্গে ধাক্কা খেলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুনঃ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল ইসলামী বিশ্ববিদ্যালয়

ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) গোবিন্দ দাস জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।