
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের আমনুরা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রেশমা ইয়াসমিনকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জান মোহাম্মদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে, যেখানে জান মোহাম্মদ তাকে গুদামে প্রবেশে বাধা দিয়ে জোরপূর্বক অফিসে ঢুকে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী রেশমা ইয়াসমিন জানান, তিনি যখন গুদামে প্রবেশ করতে যান, তখন জান মোহাম্মদ তাকে শরীরের ওপর বল প্রয়োগ করে বের করে দেন এবং ভয়ভীতি ও হুমকি দিতে থাকেন। তিনি আরও জানান, জান মোহাম্মদ পিরোজপুরের নাজিরপুরে বদলি হয়েছেন, তবুও নিয়ম না মেনে আমনুরায় অবস্থান করছেন এবং দাপট দেখিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন।
ঘটনার সময় উপস্থিত শ্রমিকরা জান মোহাম্মদকে আটকে রেখে জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহন আহম্মেদকে খবর দেন। তিনি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে জান মোহাম্মদের কাছ থেকে জোরপূর্বক নেওয়া নথিপত্র উদ্ধার করেন।
আরও পড়ুনঃ আওয়ামী লীগ নিষিদ্ধ: সময়ের দাবি
সূত্রে জানা গেছে, জান মোহাম্মদের বিরুদ্ধে এর আগেও একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। এমনকি এর কিছু সময় আগে তিনি উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন কাগজপত্র নিয়ে যান।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহন আহম্মেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং একজন নারী কর্মকর্তার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয় মহলে।