বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা শাখা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে তিনজন গুরুত্বপূর্ণ সমন্বয়ক পদত্যাগ করেছেন। শুক্রবার (৯ এপ্রিল) রাতে তারা নিজেদের ফেসবুক স্ট্যাটাসে পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগকারী তিন নেতা হলেন—উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ফজলুল হক, যুগ্ম সদস্য সচিব আল-আমিন ইসলাম শুভ এবং রোকনুজ্জামান রাব্বি।
তারা একই ধরনের স্ট্যাটাসে লেখেন, “আমি কোনো প্রকারের যদি, কিন্তু ছাড়া উক্ত পদ থেকে নিজেকে সরিয়ে নিলাম। দয়া করে আমার সাথে আর কেউ কোনো রাজনৈতিক আলাপ করবেন না। আমি অরাজনৈতিক মানুষ, রাজনীতি পছন্দ করি না। আমি সব সময় চেষ্টা করেছি সমাজসেবামূলক কাজে যুক্ত থাকতে।”
মুঠোফোনে যোগাযোগ করা হলে ফজলুল হক জানান, “বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্বশীলদের সাংগঠনিক কর্মকাণ্ডে অসন্তুষ্ট থাকার কারণেই পদত্যাগ করেছি।” লিখিতভাবে পদত্যাগ পত্র দিয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, “দিইনি তবে দেব, এটা শতভাগ নিশ্চিত।”
আরও পড়ুনঃ চাঁপাইনবাবগঞ্জের আমনুরা খাদ্য গুদামে নারী কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগ
এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক আব্দুল হাই বলেন, “আমি ফেসবুকে তাদের পদত্যাগের স্ট্যাটাস দেখেছি। তবে তারা কেন পদত্যাগ করেছে, তা আমার জানা নেই। এখনো লিখিত কোনো পদত্যাগপত্র পাইনি।”
তিন নেতার একযোগে পদত্যাগে স্থানীয় সংগঠনটিতে সংগঠনিক অস্থিরতার ইঙ্গিত মিলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।