spot_img

― Advertisement ―

spot_img

জাকসু নির্বাচন বর্জন, পুনঃনির্বাচনের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল। পাশাপাশি পুনরায় নির্বাচনের দাবিতে...
প্রচ্ছদসারা বাংলাময়মনসিংহে কালবৈশাখীর ঝড়ে গাছ ভেঙে দুইজনের মৃত্যু

ময়মনসিংহে কালবৈশাখীর ঝড়ে গাছ ভেঙে দুইজনের মৃত্যু

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে গাছ ভেঙে পড়ে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১১ মে) দুপুর ৩টার দিকে সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের মরাকুড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সজীব (২৩) ও সুরুজ মিয়া (৬০)। সজীব সদর উপজেলার বাড়েরা এলাকার আব্দুল মজিদের ছেলে এবং সুরুজ মিয়া মরাকুড়ি এলাকার মৃত আফসার আলীর সন্তান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আরিফুল ইসলাম প্রিন্স।

নিহত সজীবের চাচা মোঃ আজাদ জানান, সজীব গরুর জন্য ঘাস কাটতে মাঠে গিয়েছিলেন। হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে তিনি একটি কড়ই গাছের নিচে আশ্রয় নেন। কিন্তু ঝড়ের তীব্রতায় গাছটি উপড়ে পড়ে তার উপর। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

আরও পড়ুনঃ মানুষ ভোট দেওয়ার সিস্টেমই ভুলে গেছে: আবুল খায়ের ভুঁইয়া

অন্যদিকে নিহত সুরুজ মিয়ার ভাতিজা রাসেল জানান, সুরুজ মিয়া বাড়ির পাশে দাঁড়িয়ে ছিলেন। ঝড়ের সময় হঠাৎ একটি গাছের ডাল ভেঙে পড়ে তার মাথায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান, তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হঠাৎ ঝড়ের এমন বিপর্যয়ে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন জানায়, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।