আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ঈদ বোনাস ও দুই মাসের বকেয়া বেতনসহ অন্যান্য পাওনা দাবিতে ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে প্রায় দুই ঘণ্টা বিক্ষোভ করেছেন রোর ফ্যাশন পোশাক কারখানার শ্রমিকরা।
সোমবার (১২ মে) সকাল সাড়ে ১১টার দিকে ভালুকা পৌরসভার কাঁঠালী এলাকায় এই অবরোধ কর্মসূচি পালন করেন শ্রমিকরা। এতে উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী, থানা, হাইওয়ে ও শিল্প পুলিশের সদস্যরা উপস্থিত হয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, রোর ফ্যাশন লিমিটেড কারখানায় প্রায় দেড় হাজার শ্রমিক কর্মরত ছিলেন। কারখানা কর্তৃপক্ষ গত ২৬ মার্চ শ্রমিকদের সঙ্গে আলোচনায় জানায়, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন, ঈদ বোনাসসহ সব পাওনা ৪ মার্চ না হয় ১১ মার্চ পরিশোধ করা হবে। কিন্তু ঘোষিত তারিখে কোনো অর্থ পরিশোধ না করেই ওইদিন কারখানা লে-অফ ঘোষণা করা হয়।
দীর্ঘদিন ধরে পাওনা না পাওয়ায় ক্ষুব্ধ শ্রমিকরা সোমবার সকালে কাঁঠালী এলাকায় মহাসড়কের দুই পাশে মানববন্ধন করেন। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কে নেমে এসে অবরোধ শুরু করেন।
এসময় শ্রমিকরা অভিযোগ করে বলেন, কর্তৃপক্ষ আমাদের ঈদের আগেই বোনাস ও বেতন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, অথচ এখন পর্যন্ত কোনো কিছু পরিশোধ করা হয়নি। দীর্ঘ সময় অপেক্ষার পরও কোনো সমাধান না পেয়ে আমরা বাধ্য হয়েই সড়কে নেমেছি।
আরও পড়ুনঃ রাজশাহী কলেজে রাষ্ট্রবিজ্ঞান ৪র্থ বর্ষের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
ভরাডোবা হাইওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর আলম জানান, কারখানা কর্তৃপক্ষ ২৬ মার্চ লে-অফ ঘোষণা করে এবং শ্রমিকদের পাওনা ৪ মার্চ অথবা ১১ মার্চ দেওয়ার প্রতিশ্রুতি দেয়। তবে নির্ধারিত সময়ে বেতন না দেওয়ায় সোমবার প্রায় তিন-চারশ শ্রমিক সড়ক অবরোধ করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে কারখানা কর্তৃপক্ষ আগামী ২৫ মে মধ্যে পাওনা পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এই ঘটনার পর এলাকায় শ্রমিকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে এবং শ্রমিকরা আশাবাদী, নির্ধারিত সময়ে তাদের বকেয়া পরিশোধ করা হবে।