spot_img

― Advertisement ―

spot_img

শোকের পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই না–ফেরার দেশে আশিক

জায়েদ মাহমুদ রিজন নালিতাবাড়ি প্রতিনিধিঃ বন্ধুর মায়ের মৃত্যুর খবরে আগের দিন বিকেলেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়ে পোস্ট দিয়েছিলেন আশিক মাহমুদ (২৮)। কে জানত, সেই...
প্রচ্ছদসারা বাংলানালিতাবাড়ীতে পুলিশের পৃথক অভিযানে চোরাই জিরা ও ইয়াবাসহ তিন যুবক আটক

নালিতাবাড়ীতে পুলিশের পৃথক অভিযানে চোরাই জিরা ও ইয়াবাসহ তিন যুবক আটক

জায়েদ মাহমুদ রিজন নালিতাবাড়ি প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে চোরাচালান ও মাদকবিরোধী অভিযান চালিয়ে চোরাই জিরা ও ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ মে) ও সোমবার (১৩ মে) দিনে-রাতে পৃথক দুই অভিযানে এসব যুবককে আটক করা হয়।

ঘটনার বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে বরুয়াজানী এলাকার কাকরকান্দি-বাঘাইতলা সড়কে অভিযান চালানো হয়। ওই সময় সোহেল রানা (২২) নামে এক যুবককে আটক করা হয়, যার বাড়ি হালুয়াঘাট উপজেলার গিলাবই গ্রামে। অভিযানে ৮ বস্তায় মোট ২৪০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ১ লাখ ৪৪ হাজার টাকা। সোহেলের এক সহযোগী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।”

এদিকে মাদকের বিরুদ্ধে অভিযানও চলছে জানিয়ে তিনি আরও বলেন, “সোমবার (১৩ মে) রাত ৯টার দিকে শহরের তারাগঞ্জ এলাকায় শহীদ মিনারের পেছনে ভোগাই নদীর তীরে অভিযান চালানো হয়। ওই সময় আল মুক্তাদির মুবিন (২৪) ও আল রিসান (২৩) নামের দুই যুবককে ২৭ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটককৃতদের মধ্যে মুবিন শহরের উত্তর বাজার এলাকার শাহাদত হোসেনের ছেলে এবং রিসান পশ্চিম রানীগাঁও এলাকার আনোয়ারুল মঞ্জিলের ছেলে।”

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে স্থানীয়ভাবে বিক্রি করছিল।

আরও পড়ুনঃ রামগঞ্জে বৃদ্ধাকে জবাই করে হত্যা: ডাকাতির আশঙ্কা, তদন্তে পুলিশ

ওসি সোহেল রানা জানান, “আটককৃত তিনজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে পলাতক চোরাকারবারি ও মাদক ব্যবসায়ীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

স্থানীয়রা পুলিশের এই ধারাবাহিক অভিযানকে স্বাগত জানিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় আরও কঠোর পদক্ষেপ কামনা করেছেন।