spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদসারা বাংলাচট্টগ্রামের রেডিসনে জমজমাট ঈদুল আজহা ফেস্ট

চট্টগ্রামের রেডিসনে জমজমাট ঈদুল আজহা ফেস্ট

মোহাম্মদ ইসমাইল, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলের মেজবান হলে শুরু হয়েছে তিনদিনব্যাপী ঈদুল আজহা ফেস্ট–২০২৫।

বৃহস্পতিবার (১৫ মে) থেকে শুরু হওয়া এই মেগা ইভেন্টটি আয়োজন করেছে “মেকআপ শেকআপ বাই জুহি চৌধুরী”, আর টাইটেল স্পনসর হিসেবে রয়েছে “রূপা ফ্যাশনস”।

উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর চট্টগ্রাম ব্যুরো চিফ ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ নওয়াজ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপপরিচালক মোহাম্মদ ফজলুর রহমান।

মেলা নিয়ে আয়োজক জুহি চৌধুরী জানান, “নারী-পুরুষ উভয়ের জন্য দেশি ও বিদেশি কালেকশনের সমারোহ থাকছে এই ফেস্টে। ঢাকা ও চট্টগ্রামের উদ্যোক্তাদের অংশগ্রহণে ৬০টিরও বেশি স্টল স্থান পেয়েছে।” প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে এবং প্রবেশে কোনো প্রকার এন্ট্রি ফি লাগবে না বলেও তিনি জানান।

প্রদর্শনীর বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে— সেলুন পার্টনার: বিউটি বাফেট বিউটি সেলুন, স্কিনকেয়ার পার্টনার: হামানদিস্তা, বিউটি পার্টনার: স্কিনকেয়ার প্রোডাক্টস মিতা রহমান, মেকআপ পার্ট: ফ্রেন্টিকা, ইভেন্ট পার্টনার: অ্যাক্টিভ ইভেন্ট ওয়েডিং প্ল্যানিং, ফটোগ্রাফি পার্টনার: তাসবির, ডেলিভারি পার্টনার: আবদার, ডিজিটাল মার্কেটিং পার্টনার: টপ-নচ ডিজিটাল, বেভারেজ পার্টনার: সান-কুইক, সিনেমাটোগ্রাফি পার্টনার: মাস্টার অব চট্টগ্রাম।

আরও পড়ুনঃ উলিপুরে বিএনপির ‘পকেট কমিটি’ বাতিলের দাবিতে চার নেতার পদত্যাগ

চট্টগ্রামের বাণিজ্যিক, ফ্যাশন ও সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে চলছে এই ঈদ ফেস্ট। উদ্যোক্তারা আশা করছেন, স্থানীয় ক্রেতা ও দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিলবে এবারের আয়োজনে।