spot_img

― Advertisement ―

spot_img

ইবিতে কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি ছাত্রদলের

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ সাজিদ হত্যার বিচার ও বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বোর্ড থেকে ফ্যাসিস্ট প্রভাবমুক্ত করার দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন...
প্রচ্ছদসারা বাংলানবীনদের বরণ করলো ইবির ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট

নবীনদের বরণ করলো ইবির ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অন্যতম সাংস্কৃতিক সংগঠন ‘ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট’ নতুন সদস্যদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়েছে।

শনিবার (২৪ মে) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নম্বর কক্ষে এই নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ব্যতিক্রম জোটের পাঁচটি বিভাগ থেকে প্রায় ৩০ জনের অধিক নবীন সদস্যকে ফুল ও শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্যতিক্রম জোটের পরিচালক ওয়ায়েস কুরুনী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোটের উপদেষ্টা ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান এবং প্রধান বক্তা ছিলেন ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল বারী।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. কামরুল হাসান বলেন, “ব্যতিক্রম শুধু নামে নয়, কাজেও ব্যতিক্রম। এই সংগঠন দেশের সাংস্কৃতিক অঙ্গনে শুদ্ধতার প্রতীক হয়ে উঠেছে। অপসংস্কৃতিকে চিরদিনের জন্য মুছে দেওয়ার জন্যই ব্যতিক্রমের জন্ম। এ ধারা ধরে রাখতে হবে তোমাদের হাত ধরেই।”

অন্যদিকে, অধ্যাপক ড. আব্দুল বারী বলেন, “কোনো জাতিকে ধ্বংস করতে হলে প্রথমে তার সংস্কৃতি ধ্বংস করতে হয়। ব্যতিক্রম সেই ধ্বংসের বিরুদ্ধে দাঁড়ানো এক সাহসী প্রচেষ্টা। আমরা বিশ্বাস করি, এই সংগঠন সুস্থ সংস্কৃতির বিপ্লব সাধন করবে ইনশাআল্লাহ।”

আরও পড়ুনঃ অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানী ইস্টার্ন ইউনিভার্সিটির নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ

অনুষ্ঠানে উপস্থিত সদস্যদের উদ্দেশে সংগঠনের পরিচালক ওয়ায়েস কুরুনী বলেন, “নবীনদের নিয়ে আমরা খুব দ্রুতই আনুষ্ঠানিক প্রশিক্ষণ ক্লাস শুরু করবো। নিয়মিত উপস্থিতি এবং আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য—সৃজনশীল ও মানবিক নেতৃত্ব বিকাশ—অর্জনে সক্ষম হবো।”

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ব্যতিক্রম জোট শুধুমাত্র সাহিত্য ও সংস্কৃতি চর্চার একটি মঞ্চ নয়, বরং একটি আদর্শিক আন্দোলন; যা তরুণ প্রজন্মকে জাতি ও সভ্যতার কল্যাণে দায়িত্ববান করে গড়ে তুলতে কাজ করছে।