
হৃদয় হাসান চৌধুরী, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে ট্রাকের ধাক্কায় আনোয়ার হোসেন (২৫) নামে এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ মে) বিকেল সাড়ে চারটার দিকে দুর্গাপুর পৌর শহরের ভাঙ্গাব্রিজ সংলগ্ন ঠাকুরবাড়িকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই ট্রাকচালক ট্রাক ফেলে পালিয়ে যায়।
নিহত আনোয়ার হোসেন নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ভাউসামপাড়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। তিনি কয়েকদিন আগে দুর্গাপুরে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।
স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, আনোয়ার নিজেই মোটরসাইকেল চালিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে ঠাকুরবাড়িকান্দা এলাকায় পৌঁছালে একটি ট্রাক পিছন দিক থেকে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনঃ নরসিংদীতে রেলের জমিতে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মো. আসাদুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দের চেষ্টা চলছে এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।