spot_img

― Advertisement ―

spot_img

নালিতাবাড়ী উপজেলা প্রেসক্লাবে নতুন নেতৃত্বে সাইফুল–মঞ্জুরুল–জাহাঙ্গীর

জায়েদ মাহমুদ রিজন নালিতাবাড়ি প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলা’র উপজেলা প্রতিনিধি মো. সাইফুল...
প্রচ্ছদসারা বাংলাবজ্রপাত কেড়ে নিল দাদীর প্রাণ, কাকতালীয়ভাবে রক্ষা পেল নাতনি

বজ্রপাত কেড়ে নিল দাদীর প্রাণ, কাকতালীয়ভাবে রক্ষা পেল নাতনি

জায়েদ মাহমুদ রিজন নালিতাবাড়ি প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে বজ্রপাতের শিকার হয়ে এক বৃদ্ধা নিহত হয়েছেন। তবে ভাগ্যের আশ্চর্য রক্ষায় অক্ষত রয়েছে তার সঙ্গে থাকা ছোট নাতনি।

শনিবার (৩১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাকরকান্দি ইউনিয়নের মানিককুড়া এলাকায় ঘটে এ হৃদয়বিদারক ঘটনা।

নিহত হাজেরা বেগম (৫৫) স্থানীয় খোরশেদ আলমের স্ত্রী। তিনি দুপুরে নাতনিকে আনতে গিয়েছিলেন হাজী মোড় এলাকার একটি মাদ্রাসায়। সেখান থেকে ফেরার পথে আকস্মিক বজ্রপাতের শিকার হন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ আকাশ মেঘে ঢাকা পড়ে ঝড়বৃষ্টি শুরু হলে হাজেরা বেগম নাতনিকে সঙ্গে নিয়ে দ্রুত বাড়ির পথে রওনা দেন। তবে পথেই বজ্রপাত ঘটে, আর সেই বজ্রাঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। সঙ্গে থাকা শিশুটি অলৌকিকভাবে রক্ষা পায়।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ হল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে ইবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। পরিবারের সদস্যরাও এই আকস্মিক মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে পড়েছেন।

স্থানীয়রা জানান, বৈশাখ-জ্যৈষ্ঠে আকস্মিক বজ্রপাত এ অঞ্চলে প্রাণহানির সংখ্যা বাড়িয়ে দিচ্ছে। এ ধরনের প্রাণঘাতী দুর্যোগ থেকে রক্ষা পেতে সরকারি উদ্যোগের পাশাপাশি সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন তারা।