
মোহাম্মদ ইসমাইল, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ)-এর আগামী তিন বছরের জন্য ১৫ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩১ মে) দুপুর ১২টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় সদস্যদের প্রত্যক্ষ সমর্থনে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
নতুন কমিটিতে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি কাজী আবুল মনসুর (উপসম্পাদক – প্রতিদিনের সংবাদ)। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন গোলাম মাওলা মুরাদ (ব্যুরো প্রধান – বৈশাখী টিভি)।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন: সিনিয়র সহ-সভাপতি: আলীউর রহমান (নির্বাহী সম্পাদক – পূর্ববার্তা), সহ-সভাপতি: হাসান মুকুল (ব্যুরো প্রধান – দৈনিক দিনকাল), যুগ্ম সম্পাদক: মোহাম্মদ আলী (সাবেক সিনিয়র স্টাফ রিপোর্টার – মানবকণ্ঠ), অর্থ সম্পাদক: সাইফুল্লাহ চৌধুরী (সিনিয়র রিপোর্টার – দৈনিক পূর্বদেশ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: মনিরুল ইসলাম পারভেজ (স্টাফ রিপোর্টার – এটিএন নিউজ), সাংগঠনিক সম্পাদক: তানভীর আহমদ (বিশেষ প্রতিনিধি – সিএইচডি নিউজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক: আবুল কাশেম সরোজ (বার্তা সম্পাদক – চাটগাঁ নিউজ), দপ্তর সম্পাদক: মো. হাসান মুরাদ (ডেপুটি ব্যুরো প্রধান – আজকালের খবর), আন্তর্জাতিক ও তথ্যপ্রযুক্তি সম্পাদক: মো. গিয়াস উদ্দিন (স্টাফ রিপোর্টার – বাংলা টিভি)
নির্বাহী সদস্যরা: কামরুল হুদা (সম্পাদক – নিউজ গার্ডেন), সজল কান্তি চৌধুরী (বিশেষ প্রতিনিধি – কমার্শিয়াল টাইমস), মোহন মিন্টু (সম্পাদক – খাস খবর নিউজ), মুজাহিদুল ইসলাম (নির্বাহী সম্পাদক – দৈনিক সমর)।
সভায় বক্তব্যে সভাপতি কাজী আবুল মনসুর বলেন, “সিআরএফ পেশাদার সাংবাদিকদের প্রিয় সংগঠন। শুরু থেকেই আমরা স্বপ্ন নিয়ে এগিয়েছি, আগামীতেও সবার সহযোগিতায় সাংবাদিকদের পেশাগত উন্নয়নে কাজ করে যাব। হাউজিং প্রকল্প, প্রশিক্ষণসহ একাধিক কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।”
আরও পড়ুনঃ চট্টগ্রামে জলাবদ্ধতা নেই, সন্তোষ প্রকাশ উপদেষ্টা ফারুক ই আজমের
সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদসহ অন্যান্য নেতারা সভায় বক্তব্য রাখেন এবং নবনির্বাচিত কমিটিকে চট্টগ্রামের সাংবাদিক সমাজের জন্য কার্যকরভাবে কাজ করার আহ্বান জানান।
সাধারণ সভা শেষে নবগঠিত কমিটির সদস্যরা চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহেদুল করিম কচি এবং চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ফুল দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি অতিথিরা নবনির্বাচিত কমিটিকে মিষ্টিমুখ করান ও শুভেচ্ছা জানান।