spot_img

― Advertisement ―

spot_img

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কুবিতে মশাল মিছিল

কুবি প্রতিনিধি: তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সংগঠন ‘উত্তরবঙ্গ...
প্রচ্ছদসারা বাংলাভালুকায় ব্যাটারী কারখানায় অনিয়ম, ৭ লাখ টাকা জরিমানা ও সিলগালা

ভালুকায় ব্যাটারী কারখানায় অনিয়ম, ৭ লাখ টাকা জরিমানা ও সিলগালা

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলায় পরিবেশ অধিদপ্তরের বিধিমালা লঙ্ঘন করে পরিচালিত হওয়ায় শিংজুয়ান ও গ্যালি নামের দুইটি ব্যাটারী কারখানাকে ৭ লাখ টাকা জরিমানা ও কারখানা দুটি সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২ জুন) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান আবদুল্লাহ আল মাহমুদের নেতৃত্বে ডুবালিয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের পরিদর্শক মাহবুবুর রহমান ও ভালুকা মডেল থানা পুলিশের একটি দল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পরিবেশ সংরক্ষণ বিধিমালা না মানায় দুই প্রতিষ্ঠানকে মোট ৭ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি, সাউন্ড কনসোলার ও পরিবেশ ছাড়পত্রসহ প্রয়োজনীয় অনুমোদন না থাকা পর্যন্ত তাদের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শর্তানুযায়ী, পরিবেশ অধিদপ্তরের সকল নিয়ম মেনে নতুন করে কার্যক্রম শুরু করতে হলে মুচলেকা দিতে হবে প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে।

আরও পড়ুনঃ ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঈদের দিন মধ্যাহ্নভোজের আয়োজন করছে কুবি ছাত্রশিবির

তিনি আরও জানান, এই ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ ও জনস্বাস্থ্যের নিরাপত্তার স্বার্থে কেউ ছাড় পাবে না।