spot_img

― Advertisement ―

spot_img

উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলেন বেরোবি শিক্ষার্থীরা

বেরোবি প্রতিনিধি: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন করা শিক্ষার্থীরা অবশেষে উপাচার্যের আশ্বাসে অনশন ভেঙেছেন।বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রংপুরের বেগম...
প্রচ্ছদসারা বাংলাবগুড়া জেলা ছাত্রদলের ৪৫ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

বগুড়া জেলা ছাত্রদলের ৪৫ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বগুড়া জেলা শাখার ৪৫ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের যৌথ স্বাক্ষরে গত ৪ জুন ২০২৫ তারিখে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবঘোষিত কমিটিতে হাবিবুর রশিদ সন্ধানকে সভাপতি এবং এম আর হাসান পলাশকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। এছাড়া যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাদিক রহমান সানিম।

কমিটির সহ-সভাপতি হিসেবে স্থান পেয়েছেন জেলার বিভিন্ন উপজেলা থেকে বাছাইকৃত ছাত্রনেতারা। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: মো. সোহানুর রহমান সোহান (কাহালু), শরিফুল ইসলাম সৌরভ (ধুনট), মাহমুদুল হাসান (নন্দীগ্রাম), মাইনুল ইসলাম (সারিয়াকান্দি), রাশেদুল ইসলাম রাজু (শাজাহানপুর), আবু সাঈদ রাফি (শেরপুর), খায়রুল ইসলাম তুহিন (চাপাইনবাবগঞ্জ), রিয়াদ হাসান রুমান (গাবতলী), শামীম রহমান (সদর)।

নতুন এই আংশিক কমিটিতে জেলার প্রায় সব উপজেলার প্রতিনিধি অন্তর্ভুক্ত হয়েছে, যা কমিটির গতিশীলতা এবং সাংগঠনিক সমন্বয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন নেতারা।

আরও পড়ুনঃ বাংলাদেশ দাঁড়িয়ে আছে বিএনপির নীতির ওপর: বিএনপি নেতা মোশাররফ

কমিটির সঙ্গে যুক্ত কেন্দ্রীয় দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম এবং সহ-সভাপতি পদমর্যাদায় দায়িত্ব পালনরত নেতারা জানিয়েছেন, নবগঠিত এই কমিটির নেতৃবৃন্দকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

দলের একাধিক শীর্ষস্থানীয় নেতার মতে, এই কমিটি বিএনপির ভবিষ্যৎ রাজনীতির শক্ত ভিত গড়তে ছাত্রদলের নেতৃত্বকে আরও সংগঠিত ও কার্যকর করে তুলবে।