আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: কোভিড-১৯ এর আশঙ্কা আবারও দেখা দেওয়ায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চলছে জোর প্রস্তুতি। স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনায় রোগীদের সেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ নিচ্ছে নানা উদ্যোগ। ইতোমধ্যে অ্যান্টিজেন পরীক্ষায় দুইজন রোগীর করোনা পজিটিভ ধরা পড়েছে এবং তারা বর্তমানে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. জাকিউল ইসলাম জানান, করোনার সম্ভাব্য প্রাদুর্ভাব মোকাবিলায় হাসপাতালের ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে অ্যান্টিজেন পরীক্ষার জন্য রি-এজেন্ট কিট সরবরাহ করা হয়েছে। সন্দেহভাজন রোগীরা এই সেন্টারে এসে দ্রুত করোনা পরীক্ষা করতে পারবেন। তিনি বলেন, “হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী ও রোগীদের মাস্ক পরার বিষয়েও কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। সচেতনতা বাড়াতে নানা প্রচারণামূলক কার্যক্রমও চালানো হচ্ছে।”
তবে এখনও ময়মনসিংহ মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে আরটি-পিসিআর পরীক্ষার কার্যক্রম শুরু করা যায়নি। এ প্রসঙ্গে কলেজের সচিব রফিকুল ইসলাম জানান, “আরটি-পিসিআর পরীক্ষার জন্য প্রয়োজনীয় রিএজেন্ট কিট নেই। স্বাস্থ্য অধিদফতরে চাহিদাপত্র পাঠানো হয়েছে। তারা জানিয়েছেন, তাদের কাছেও কিটের স্বল্পতা রয়েছে, তাই স্থানীয় পর্যায়ে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন।”
আরও পড়ুনঃ ময়মনসিংহে বাস উল্টে হেলপারের মৃত্যু, আহত ১০ যাত্রী
তিনি আরও জানান, “কিট সরবরাহের প্রক্রিয়া চলমান রয়েছে। দ্রুত কিট সরবরাহ হলে পিসিআর ল্যাবে করোনা পরীক্ষার কার্যক্রম শুরু করা যাবে।”
হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি থাকলেও সকলকে সচেতন ও সহযোগিতাপূর্ণ ভূমিকা রাখতে হবে। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় নেওয়া হবে আরও কঠোর ব্যবস্থা।