spot_img

― Advertisement ―

spot_img

চার সহ-সম্পাদকের পদ বাদ, নতুন চারটি মূল পদ যুক্ত হলো চাকসুর গঠনতন্ত্রে

নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) গঠনতন্ত্রে বড় পরিবর্তন আনা হয়েছে। গঠনতন্ত্র থেকে চারটি সহ-সম্পাদকের পদ বাদ দিয়ে নতুন চারটি মূল পদ...
প্রচ্ছদসারা বাংলাকালুখালীতে চন্দনা নদী থেকে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

কালুখালীতে চন্দনা নদী থেকে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

মোঃ জাহিদুর রহিম মোল্লা, রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীর কালুখালী উপজেলার চাঁদপুর ব্রিজের নিচে চন্দনা নদী থেকে নিখোঁজ এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে মরদেহটি ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম আসলাম প্রামাণিক (৪২)। তিনি পাংশা উপজেলার যশাই ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামের মৃত পিয়ার আলী প্রামাণিক ওরফে পেনু প্রামাণিকের ছেলে।

নিহত আসলাম প্রামাণিকের পরিবার জানায়, তিনি আগে একটি ইটভাটার ম্যানেজার হিসেবে কাজ করতেন। ছয় মাস আগে ইটভাটার চাকরি ছেড়ে কিস্তিতে ৩ লাখ টাকা দিয়ে নতুন একটি ইজিবাইক কিনে চালানো শুরু করেন। মঙ্গলবার (১০ জুন) সকাল ৯টার দিকে তিনি বাড়ি থেকে ইজিবাইক নিয়ে ভাড়ার উদ্দেশে বের হন। দুপুরে স্ত্রীর সঙ্গে শেষবার কথা হয়, এরপর আর যোগাযোগ করা সম্ভব হয়নি। রাত পর্যন্ত ফোন চালু থাকলেও কেউ রিসিভ করেনি, পরবর্তীতে সেটি বন্ধ পাওয়া যায়।

আসলামের ভাতিজা আজগর আলী বলেন, “রাতেই বিভিন্ন থানা ও এলাকায় খোঁজ করেও কোনো সন্ধান পাইনি। আজ সকালে খবর পেয়ে চাঁদপুর ব্রিজের নিচে এসে দেখি নদীতে ভেসে থাকা মরদেহটি আমার চাচার।”

আরও পড়ুনঃ রাজবাড়ীতে তিনটি চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার মোটরসাইকেল মেকানিক

এ বিষয়ে রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মরদেহে দৃশ্যমান আঘাতের চিহ্ন না থাকলেও হত্যার পর নদীতে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহতের ইজিবাইকটি এখনও পাওয়া যায়নি। বিষয়টি ছিনতাই ও পরিকল্পিত হত্যার দিক বিবেচনায় তদন্ত শুরু হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত আসলামের এক মেয়ে এসএসসি পরীক্ষার্থী এবং এক ছেলে দ্বিতীয় শ্রেণিতে পড়ছে। পরিবারটি এখন গভীর শোক ও অনিশ্চয়তার মধ্যে দিন পার করছে।