spot_img

― Advertisement ―

spot_img

আগামী ত্রয়োদশ নির্বাচনে ধানের শীষের টিকিটে লড়তে প্রস্তুত রাজশাহীর রমেশ দত্ত ও বিশ্বনাথ সরকার

পাভেল ইসলাম মিমুল, নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীতে বিএনপির ধানের শীষের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও সনাতনী...
প্রচ্ছদসারা বাংলারায়পুরে মাদকাসক্ত ছেলের হাতে পিতা খুন, এলাকায় শোকের ছায়া

রায়পুরে মাদকাসক্ত ছেলের হাতে পিতা খুন, এলাকায় শোকের ছায়া

রুবেল গাজী, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২নং চরবংশী ইউনিয়নের দেওয়ানবাড়িতে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ হারালেন পিতা হযরত আলী দেওয়ান (৬৫)।

বুধবার (১১ জুন) রাত ৮টা ৩০ মিনিটে নিজ বাড়িতেই ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন তিনি। ঘটনার পরপরই ঘাতক ছেলে মামুন (৩৫) পলাতক রয়েছে।

নিহতের বড় ছেলে ও প্রতিবেশীরা জানান, মামুন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে পিতার সঙ্গে তার দ্বন্দ্ব লেগেই থাকত। ঘটনার দিন রাতেও পিতা-পুত্রের মধ্যে তীব্র কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে মামুন ঘরে থাকা ধারালো অস্ত্র দিয়ে হযরত আলী দেওয়ানের মাথায় আঘাত করে। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের বড় ছেলে জানান, “মামুন নেশাগ্রস্ত অবস্থায় আমার বাবাকে নির্মমভাবে হত্যা করেছে। আমরা বারবার চেষ্টা করেছি তাকে ঠিক পথে ফেরাতে, কিন্তু সে শেষ পর্যন্ত বাবাকেই কেড়ে নিল।”

আরও পড়ুনঃ বিএনপি নেতাকে মারধরের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে, ভাইরাল ভিডিওতে ক্ষোভ প্রকাশ

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, “আমরা ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামুনকে দ্রুত আইনের আওতায় আনতে অভিযান চলছে।”

এদিকে এক নির্মম হত্যাকাণ্ডে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এমন পৈশাচিক ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত হত্যাকারীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।