
তৌফিকুর রহমান তাহের, সুনামগঞ্জ প্রতিনিধি: “শিক্ষা, ঐক্য, মুক্তি”—২৪-এর গণঅভ্যুত্থান থেকে উদ্ভূত এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের দিরাই উপজেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ জুন) বিকেল ৩টায় দিরাই উপজেলা প্রাঙ্গণে আয়োজিত এ সভায় অংশগ্রহণ করেন সুনামগঞ্জ জেলা ও দিরাই উপজেলার গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতৃবৃন্দ।
সভায় ছাত্র সমাজের অধিকার আদায়, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্য তানভীর আহমেদ চৌধুরী। তিনি বলেন, “শিক্ষা শুধু সার্টিফিকেট অর্জনের মাধ্যম নয়, এটি একটি জাতিকে গড়ার শক্তিশালী হাতিয়ার। আমরা নতুন প্রজন্মকে এমন একটি রাজনীতিক কাঠামো উপহার দিতে চাই, যেখানে জবাবদিহিতা, ন্যায়বিচার ও উন্নয়নের প্রতিশ্রুতি থাকবে। শিক্ষা থেকেই শুরু হবে গণতান্ত্রিক বিপ্লবের যাত্রা।”
তিনি আরও বলেন, “নতুন রাজনীতিক বন্দোবস্তের মধ্য দিয়েই আমাদের জাতিকে উন্নত জাতিতে রূপান্তর করতে হবে। এ জন্য ছাত্র সমাজকে সচেতন, ঐক্যবদ্ধ ও সংগ্রামী হতে হবে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সেই পথেই নিরলস কাজ করে যাচ্ছে।”
আরও পড়ুনঃ যে কারনে হারলো বাংলাদেশ, সমাধান না এলে উন্নতির স্বপ্ন থাকছে কেবল কাগজে-কলমেই
সভায় আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শাখার প্রতিনিধি এন ডি ওসমান গনি, রেদোওয়ান হক নিহাল, মিজান, সাব্বির এবং দিরাই উপজেলার প্রতিনিধি সেজু মিয়া ও আফাজ উদ্দিন।
সভা সঞ্চালনা করেন ছাত্রনেতা মিজানুর রহমান। বক্তারা বলেন, ছাত্রসমাজের মধ্যে নেতৃত্ব বিকাশ এবং গণতান্ত্রিক চেতনা জাগ্রত করতে এই ধরনের সভা ও কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তারা আশা প্রকাশ করেন, এই মতবিনিময় সভা শুধু একটি সভা নয়, বরং ভবিষ্যতের গণতান্ত্রিক আন্দোলনে নতুন প্রজন্মকে সঠিক দিক নির্দেশনা ও প্রেরণা জোগাবে।